বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
চলতি বছরে নিপাহ ভাইরাসে চার জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের দুজন শিশু, তিনজন পুরুষ। শিশুদের একজন মেয়ে ও একজন ছেলে।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) মিলনায়তনে নিপাহ ভাইরাসবিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে এ তথ্য জানান আইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন। তিনি জানান, মৃত দুজনের বয়স ৩৮ বছর, মেয়ে শিশুটির বয়স ৩ বছর, আরেক শিশুর বয়স ৬ বছর, একজনের বয়স ২৫ বছর।
উল্লেখ্য যে, নিপা ভাইরাস সংক্রমণ একধরনের ভাইরাসঘটিত সংক্রমণ, যা নিপা ভাইরাসের মাধ্যমে ঘটে থাকে। এই সংক্রমণের কোন লক্ষণ নাও দেখা দিতে পারে বা জ্বর, কাশি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, বিভ্রান্তি ইত্যাদি হতে পারে। এক বা দুই দিনের মধ্যে রোগী অচেতন হয়ে পড়তে পারেন। রোগ সেরে যাওয়ার পর মস্তিষ্কে সংক্রমণ ও খিঁচুনি ইত্যাদি জটিলতা দেখা দিতে পারে।
প্ল্যাটফর্ম/