রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
বিসিএসের বয়সসীমা চিকিৎসকদের জন্য পূর্বের মত দুই বছর বৃদ্ধি করা এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করার দাবিতে আজ রবিবার (১৫ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচী পালন করেছে চিকিৎসকদের তিন সংগঠন।
আজ ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস ও নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত চিকিৎসকদের একটি দল অর্থ মন্ত্রণালয়ে অর্থ সচিবের সাথে পোস্ট গ্রাজুয়েশন ট্রেইনিদের ভাতা বৃদ্ধির বিষয়ে সাক্ষাৎ করেন। এ সময়ে অর্থ মন্ত্রণালয় থেকে দাবি আদায়ের বিষয়ে আশ্বস্ত করা হয়।
একইসাথে দুপুর ১টা থেকে রাজধানীর শাহবাগে এক সমাবেশের আয়োজন করে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ। সংগঠনের নেতারা দাবির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন। এছাড়াও চিকিৎসক সমাবেশ থেকে ইউমব নেতারা ঘোষণা দেন-১. আগামী মঙ্গলবারের মধ্যে বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা দুই বছর বৃদ্ধিপূর্বক ৩৪ বছর করে নতুন প্রজ্ঞাপন দিতে হবে। ২. একইভাবে আগামী মঙ্গলবারের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় চিকিৎসক মহল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানান তারা।
এর আগে গতকাল ১৪ ডিসেম্বর সন্ধ্যায় ডক্টর মুভমেন্ট ফর জাস্টিস সংগঠনের পক্ষ থেকে সন্ধ্যায় মশাল মিছিল বের করা হয়।
উল্লেখ্য যে, স্নাতকোত্তর পড়ুয়া চিকিৎসকদের কোর্সের সম্পন্ন করতে প্রতিদিন সরকারি হাসপাতালগুলোতে সেবা প্রদান করতে হয়। দৈনিক ৮.৫-১০ ঘন্টা পর্যন্ত ডিউটি করে মাস শেষে তাদের ভাতা দেয়া হয় ২৫,০০০ টাকা। এসময়ে প্রাইভেট প্র্যাকটিস (চেম্বার) বন্ধ থাকায় এই ভাতাই তাদের জীবন নির্বাহের একমাত্র অবলম্বন। কিন্তু বর্তমান বাজার দর চিন্তা করলে যেকোনো জেলা শহরে এ অর্থ দিয়ে মাস অতিক্রম করা প্রায় অসম্ভবই বলা চলে।
প্ল্যাটফর্ম প্রতিবেদক।