বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈমের উপর হামলার প্রতিবাদে কালোব্যাচ ধারণ করে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসকেরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় জেলা শাখার আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল, মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন পঞ্চগড়ের নেতৃবৃন্দ, জেলা মেডিক্যাল টেকনোলজিষ্ট ক্লাবের সদস্য, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএমএ পঞ্চগড় জেলা শাখার সভাপতি ডা. বাহারাম আলী, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারি পরিচালক ডা. এসআইএম রাজিউল করীম রাজু, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবুল কাশেম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ পঞ্চগড়ের সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. আমির হোসেন, এম আর রেজাসহ চিকিৎসক নেতারা।
এ সময় বক্তারা বলেন, একজন চিকিৎসক সব সময় সর্বোচ্চ সেবা দিয়ে থাকেন। তারপরও চিকিৎসা সেবা মনমতো না হলেই সামান্য বিষয়েও চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটে। বুধবার দুপুরে মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ঘুমের ওষুধ না দেয়ার অভিযোগ তুলে জাকির হোসেন রাজু নামে এক ব্যক্তি ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈমকে লাঞ্ছিত করে। এমন ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। তাই তারা আসামীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য যে, গতকাল (১৬ অক্টোবর) ঘুমের ওষুধ না দেয়ায় পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈমের উপর হামলা করেছে জাকির হোসেন রাজু নামের এক রোগী। এ ঘটনায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ পৃথকভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। ঘটনার শিকার চিকিৎসক পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেছেন।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী