প্ল্যাটফর্ম নিউজ,
মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২০
পটুয়াখালী জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।এ পর্যন্ত ২৮৩ জনের নমুনা করোনা (কোভিড-১৯) টেস্টের জন্য প্রেরণ করা হয়। প্রাপ্ত ১৫৬ টি টেস্ট রিপোর্টের মধ্যে ১০ জন করোনা পজিটিভ হয়। আক্রান্তদের ভেতর ৪ জন রাঙ্গাবালী, ৩ জন দশমিনা, ২জন দুমকী ও ১ জন পটুয়াখালী সদর উপজেলার অন্তর্ভুক্ত। সর্বপ্রথম দুমকী উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। পটুয়াখালী জেলায় করোনা প্রকোপ মোকাবেলার জন্য জেলা পরিবার পরিকল্পনা ভবনে ৫০ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা ও করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য প্রাতিষ্ঠানিক কেয়ারেন্টাইন ইউনিট খোলা হয়। এছাড়াও কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসাসেবা প্রদানের জন্য ৬৪ জন ডাক্তার ও তাদের সাপোর্টিং স্টাফ হিসেবে ৭৭ জন নার্স স্টান্ডবাই রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক/ নাহিদ নিয়াজ