বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
আন্দোলনের মুখে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। পরবর্তীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভায়ও তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকের আগেই নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ উপদেষ্টা বরাবর নিজেই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছে হাসপাতালের বিশেষসূত্র।
অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে, গতকাল (১২ ফেব্রুয়ারি) চিকিৎসকদের আন্দোলনের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠক হয়েছিল। সেখানে পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে এ সংক্রান্ত ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে স্বৈরাচারে দোসরখ্যাত নিউরোমেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলের পুনরায় হাসপাতালে যোগদান ঘিরে হাসপাতাল পরিচালকের সঙ্গে চিকিৎসকদের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে পরিচালকের পক্ষ হয়ে আউটসোর্সিং কর্মীরা চিকিৎসকদের ওপর হামলা করেন। এতে দুজন চিকিৎসক গুরুতর আহত হওয়ার পাশাপাশি মোট ১০ জন আহত হন। প্রতিবাদে চিকিৎসকরা জরুরি ও বহির্বিভাগের সেবা চালু রেখে হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে প্ল্যাটফর্মের পক্ষ থেকে অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। তবে আজ তিনি অফিসে এসেছেন।
উল্লেখ্য, অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ হাসপাতালটির প্রতিষ্ঠাতা পরিচালক। নিয়মিত চাকরির পরও চুক্তিভিত্তিক ১০ বছরেরও বেশি সময় তিনি ওই পদে আছেন। সর্বশেষ চিকিৎসকদের আন্দোলনের মুখে তাকে সরে যেতে হচ্ছে।
প্ল্যাটফর্ম/এমইউএএস