৩৩তম বিএসএস পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের মধ্য থেকে শূন্য পদের চেয়ে বেশি নিয়োগ দেয়ায় অনেককে ওএসডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অ্যাডহক ভিত্তিতে আগে নিয়োগ পাওয়া যেসব চিকিৎসক বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছিলেন, তারা যেন সুষ্ঠুভাবে তাদের কোর্স সম্পন্ন করতে পারেন, সে জন্য তাদের আগের জায়গায় পদায়ন করা হয়েছে।