প্ল্যাটফর্ম নিউজ, ৩ ডিসেম্বর ২০২০, রবিবার
আজ ৩ ডিসেম্বর (রোববার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বর্ণিত কর্মকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২ পদে পদোন্নতি প্রদান করা হলো।
অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে। তিনি ১৯৮৯ সালে ৮ম বিসিএস ক্যাডারে নিয়োগ পান। এরপর তিনি সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে রংপুর মেডিকেল ও ২০০৭ সালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউশনের পরিচালক হিসেবে নিয়োগ পান। ডা. এনায়েতকে ২০১৫ সালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এনসিডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০১৯ সালে স্বাস্থ্য অধিদপ্তর ভেঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর করা হলে তিনি প্রথম মহাপরিচালক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।
অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনের পদোন্নতির জন্য প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।