লিখেছেনঃডাঃমোঃ আতিকুজ্জামান
সি,বি,এম,সি ২০০৭-২০০৮
অল্প কিছু দিনের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল অফিসার পদের জন্য লিখিত পরিক্ষা অনুস্ঠিত হতে যাচ্ছে। যদিও এবার শুধু মুক্তিযোদ্ধাদের জন্য তার পর ও আবেদন কারির সংখা খুব কম হবে বলে মনে হয় না। তাই যাদের চাকরিটা পাওয়া প্রয়োজন তাদের কিছুটা প্রিপারেশন নেয়া উচিত। প্রিপারেশনের ব্যাপারে কিছুটা হেল্প করার জন্য এই পোস্ট,,,,
প্রথমেই আসি বই – অনেকেই অনেক বই পড়তে পারেন তবে একটা বই অবশ্যই রাখবেন ” প্রফেসর নন ক্যাডার “।
৪ টা সাব্জেক্টে প্রশ্ন থাকবে
১) বাংলা – ৫০
প্রফেসর নন ক্যাডার বই থেকে ২০১৬ সালের নিয়োগের প্রশ্ন আর রিসেন্ট বছরের অন্য ডিপার্টমেন্টের ( নন মেডিকেল বা অন্য মন্ত্রনালয়ের ডাঃ নিয়গের প্রশ্ন) গুলো দেখুন। একটা ধারনা পাবেন।
২) ইংরেজী – ৫০
এই অংশ টাও ঠিক বাংলার মতই প্রফেসর নন ক্যাডার অনুযায়ি পড়ুন
৩) সাধারন জ্ঞান ৪০-
এর মধ্যে – বাংলাদেশ
– আন্তর্জাতিক
– সংবিধান
প্রশ্ন গুলো বিসিএস এর মত এত ইলাবোরেট হয় না। এক বাক্যে বা দুই তিন বাক্যে লেখা যায়
৪) মেডিকেল সাইন্স –
এটা মনে করতে পারেন সব থেকে সহজ অংশ। এখানে ১ টা প্রশ্ন কন্ট্রাসেপ্টিভ থেকে মাস্ট।
কিছু কমন মেডিকেল কন্ডিশন
১) এম আই
২) এজমা
৩) ডাইরিয়া
৪) বার্ন
৫) কমন কিছু গাইনি আর সার্জিকাল কন্ডিশন।
সবার জন্য শুভ কামনা। এই চাকরি সম্পর্কে শুধু এতটুকুই বলবো চোখ বন্ধ করে জয়েন করতে পারেন। বাকি সুজোগ সুবিধা ইনসাল্লাহ জয়েন করেই জানবেন। ধন্যবাদ সবাইকে।