X

পাবলিক হেলথ সেমিনার আয়োজনে যৌথভাবে প্ল্যাটফর্ম ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট

“Public Health Assembly 2020 (PHA20)”
ইভেন্টের স্পীকারদের তালিকায় পাবলিক হেলথ এবং ক্লিনিক্যাল হেলথ , উভয় ক্ষেত্রেই স্বনামধন্য শিক্ষকমন্ডলি উপস্থিত থাকছেন। পাবলিক হেলথ ও ক্লিনিক্যালের চমৎকার কোরিলেশন হতে যাচ্ছে প্রোগ্রামটি।

পাবলিক হেলথে কাজ করলেই কি চাকরী নিশ্চিত?
নাকি এখানেও চাকরির বাজার ক্লিনিক্যালের মত?
আপনি রিসার্চার হতে চান। গবেষক হতে গেলে কি এমপিএইচই লাগবে?
স্বপ্ন অনেক, প্রশ্নও অনেক। এসব প্রশ্নের উত্তর মিলবে এই পাবলিক হেলথ বিষয়ক সেমিনার “Public Health Assembly 2020(PHA20) এ।

আপনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে প্রথম স্টেপটাও আপনাকেই নিতে হবে।
আমাদের অগ্রজ, যাঁরা এই পথ পাড়ি দিয়েছেন তারা আপনাদের সাহায্য করবার জন্যে উন্মুখ হয়ে আছেন। ক্যারিয়ার নিয়ে কনফিউশন অনেকটাই দূর হয়ে যাবে প্রোগ্রামের পর ।

বিস্তারিত-
তারিখঃ ১৪ ই মার্চ ২০২০
সময়ঃ সকাল ৯ঃ৩০ – দুপুর ৩ঃ০০
স্থানঃ নর্থ সাউথ ইউনিভার্সিটি, অডিটোরিয়াম ৮০১।
রেজিঃ ফিঃ ২১০ টাকা
রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ১২.০৩.২০২০ (আসন থাকা সাপেক্ষে)

প্রোগ্রাম শিডিউল :

৯:৩০-১০:০০ AM- রেজিস্ট্রেশন

১০:০০ AM- ১১: 30 AM: সেশন-১

Clinical Communication & Medical Ethics- An Art

স্পীকার :
ডা.এম উসমান গনি
এমবিবিএস, এমআরসিজিপি, এমআরসিপি
সহকারি অধ্যাপক মেডিসিন
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ

১১:৩০ AM-০১:০০ PM: সেশন-২

Public Health- Future Hope And Opportunities

স্পীকার :
অধ্যাপক ডা. দিপক কুমার মিত্র
এমবিবিএস, এমপিএইচ, পিএইচডি
চেয়ারম্যান
ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ এন্ড আদার ফ্যাকালটিস

০১:০০ PM-০২:০০ PM: সেশন-৩

Odd Journey of a young clinician- Quest for the key

স্পীকার –
অধ্যাপক ডা. মামুন আল মাহতাব
চেয়ারম্যান
ডিপার্টমেন্ট অফ হেপাটোলজি, বিএসএমএমইউ

০২:০০ PM-০৩:০০ PM:
র‍্যাফেল ড্র এবং শেষ বক্তব্য

রেজিস্ট্রেশনের নিয়মঃ
নিচের গুগল ফর্মটি পূরণ করে এবং বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনার আসন নিশ্চিত করুন।
https://­docs.google.com/­forms/d/e/­1FAIpQLSdfw2LeYeY2rID­_oEDM4Esbopngr0IBAdX­_MRwhARTwmL-OfQ/­viewform

যোগাযোগের নম্বর এবং বিকাশ নম্বর : ০১৫১৫৬৬৭৯৭০
(পার্সোনাল, সেন্ড মানি)

ডা. ফেরদৌস রহমান।
প্রজেক্ট রিসার্চ ফিজিসিয়ান
আইসিডিডিআরবি
এমপিএইচ স্টুডেন্ট
সামার ২০১৮
নর্থ সাউথ ইউনিভার্সিটি

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post