রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি। রবিবার (২৭ এপ্রিল) ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. তৌফিক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক ডা. নাদিম হোসাইন স্বাক্ষরিত এক সাধারণ বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এর সংস্কারে চলমান আন্দোলনে, উত্থাপিত ৮ দফার প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর ইন্টার্ন চিকিৎসকগণ পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছে। আমরা আন্দোলনকারীদের উত্থাপিত দাবিগুলি বিনা শর্তে মেনে নেওয়ার আহ্বান জানাই।
১: পরীক্ষার স্বচ্ছতা
২: ভোগান্তি ও জট নিরসন
৩: লিখিত পরীক্ষার খাতা দেখায় যথাযথ ব্যবস্থা
৪: ৪৫তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর নির্ধারণ করতে হবে
৫: ক্যাডার রি-চয়েজের সুযোগ
৬: রোডম্যাপ এবং প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা নম্বর প্রকাশ
৭: সুপারিশ প্রক্রিয়া শেষে দ্রুত নিয়োগ
৮: নন-ক্যাডারে পদবৃদ্ধি ও ভাইভায় পাশকৃত সবার চাকরি নিশ্চিতকরণ
জুলাই বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ চেতনায় দীপ্ত হয়ে, আমরা জোরালোভাবে দাবি করছি-পিএসসিকে অবিলম্বে একটি জনবান্ধব, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠন করতে হবে। প্রশ্নফাঁসে জড়িত দুর্বৃত্তদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টা থেকে এই চারজন চাকরি প্রার্থী পিএসসি সংস্কার এবং বিভিন্ন দাবি বাস্তবায়নের আট দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেন। তাদের সঙ্গে সংহতি জানিয়ে আরও অনেক চাকরিপ্রার্থী কর্মসূচিতে যোগ দিয়েছেন। এই দাবিগুলো আদায়ে তারা এর আগেও একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন।
প্ল্যাটফর্ম/এমইউএএস