প্ল্যাটফর্ম নিউজ, ১৭ এপ্রিল, ২০২০:
পৃষ্ঠতলে করোনা ভাইরাসের স্থায়ীত্বকাল নিয়ে বিজ্ঞানীরা এখনো গবেষণা করে যাচ্ছেন।
পৃষ্ঠতলে সংক্রামিত ফোঁটাগুলির প্রকার এবং বিভিন্ন স্প্রে তে ভাইরাসের কণাগুলির ঘনত্ব এবং অন্যান্য পরিবেশগত অবস্থা যেমন- তাপমাত্রা এবং সূর্যের আলোর প্রভাবের উপর নির্ভর করে করোনা ভাইরাস বেঁচে থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর তথ্য অনুসারে, পৃষ্ঠতলে করোনা ভাইরাসের স্থায়ীত্বকাল :
কাঁচ / গ্লাস : ৪ দিন
কাঠ : ৪ দিন
প্লাস্টিক : ৫ দিন
সার্জিক্যাল গ্লাভস : ৪ – ৫ দিন
কাগজ / কার্ডবোর্ড : ২৪ ঘন্টা
স্টেইনলেস স্টীল : ৪৮ ঘন্টা
কেবলমাত্র বায়ুমণ্ডলে থাকা অবস্থায় সেই সাথে ইউভি আলো (UV-Ray) এবং তাপের প্রভাবের ফলে ভাইরাসের আরএনএ (RNA) , ফ্যাটি মেমব্রেন এবং প্রোটিন আবরণ কয়েক ঘন্টার মধ্যে ভেঙ্গে যায়।
এক্ষেত্রে ০.১ % ব্লিচিং পাউডারের দ্রবন বা ৭০% ইথানল কার্যকর জীবাণুনাশক হিসেবে কাজ করে। যা দ্বারা সংক্রামক বর্জ্য, আসবাবপত্র, যন্ত্রাংশ, ফ্লোর / মেঝে, গাড়ি সহজেই জীবানুমুক্ত করে আমাদের চারপাশ নিরাপদ রাখা যায়।
নিজস্ব প্রতিবেদক/ গৌরী চন্দ