প্ল্যাটফর্ম নিউজ, ২৮ শে ডিসেম্বর ২০২০, মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ সমূহের এমবিবিএস (পুরাতন কারিকুলাম জুলাই- ২০) ১ম এবং ২য় পেশাগত পরীক্ষার রুটিন এবং ফর্ম ফিলাপ সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ২০২০ এর পুরাতন কারিকুলাম অনুযায়ী এমবিবিএস পেশাগত তত্ত্বীয় অংশের পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠিত হবে। জানুয়ারীর ২৪ তারিখ থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
এমবিবিএস ১ম বর্ষ পেশাগত (লিখিত) পরীক্ষার সময়সূচী:
২৪/০১/২০২১- Anatomy Paper-I
২৬/০১/২০২১- Anatomy Paper-II
২৮/০১/২০২১- Physiology Paper-I
০১/০২/২০২১- Physiology Paper-II
০৩/০২/২০২১- Biochemistry Paper-I
০৭/০২/২০২১- Biochemistry Paper-II
এমবিবিএস ২য় বর্ষ পেশাগত (লিখিত) পরীক্ষার সময়সূচী:
২৪/০১/২০২১- Pharmacology
২৬/০১/২০২১- Pathology
২৮/০১/২০২১- Microbiology
০১/০২/২০২১- Community Medicine
০৩/০২/২০২১- Forensic Medicine
ভাইবা এবং প্র্যাক্টিক্যাল পরিক্ষা ৮/০২/২০২১ তারিখ হতে অনুষ্ঠিত হবে।
ফর্মপূরণ ও ফিস জমাদান প্রসঙ্গে নোটিশে বলা হয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরিক্ষার্থীরা আগামী ১৪/০১/২০২১ তারিখের মধ্যে অনলাইনে ফর্মপূরণ করে নিজ মেডিকেল কলেজের অফিসে ফর্ম জমা দিবে।
ফর্মপূরণের সকল কার্যক্রম শিক্ষার্থী নিজেই করতে পারবে নিম্মের লিংকে প্রবেশ করেঃ
http://www.ducmc.com
উল্লেখ্য ১৪/০১/২০২১ তারিখের পর সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে তখন কোনো শিক্ষার্থীর ফর্মপূরণ বা ফিস জমা নেয়া সম্ভব হবে না।
এবারের পরীক্ষার ফিস ও ফিসের হারঃ
(ক) ১ম ও ২য় পেশাগত এম.বি.বি. এস পরীক্ষার প্রতি বিষয়ের জন্য- ১২০০ টাকা
(খ) প্রত্যেক পরীক্ষার্থীর নম্বরপত্র ফিস- ৪৫০ টাকা
(গ) অনিয়মিত প্রত্যেক পরীক্ষার্থীর রিটেনশন ফিস- ৭৫০ টাকা
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০.০০ থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১.০০ টা পর্যন্ত।