রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পোশাক নিয়ে কটূক্তি নিষিদ্ধ করা হয়েছে। আজ ২৬ জানুয়ারি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানান হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বিভিন্ন পেশাগত পরীক্ষার সময় ছাত্রী শিক্ষার্থীদের চেহারা শনাক্ত করার জন্য তাহাদের আলাদা কক্ষে নারী শিক্ষকের সহায়তায় প্রবেশ পত্রের সহিত সংশ্লিষ্ট শিক্ষার্থীর চেহারা মিলিয়ে দেখা যেতে পারে কিন্তু কোনভাবেই পরীক্ষা বোর্ডের সামনে এরুপ করা যাবে না।
এছাড়াও কলেজ ক্যাম্পাস, হাসপাতাল কিংবা ছাত্র/ছাত্রী নিবাসে কোন শিক্ষার্থীকে তার পোশাক/অবয়ব নিয়ে কটূক্তি করা যাবে না।’
বিষয়টি অতীব জরুরী বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্ল্যাটফর্ম/