পোস্ট গ্রেজুয়েশশনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি ফি ১৮ হাজার নির্ধারণ করল বারডেম একাডেমি। আগে তুলনায় ভর্তি ফি কমানো হল ২১ হাজার টাকা। ২৮ ডিসেম্বর রোজ শনিবার বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ মহসিন (অব.) স্বাক্ষরিত এক নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়।
বাডাস ন্যাশনাল কাউন্সিলের ৩০.১১.২০২৪ তারিখে অনুষ্ঠিত ৭০৮ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বারডেম একাডেমী কর্তৃক পরিচালিত এমডি, এমএস, এমফিল এবং ডিপ্লোমা কোর্সসমূহে অধ্যয়নরত প্রশিক্ষণার্থী চিকিৎসকদের কোর্স ফি (টিউশন ও সেশন ফি) নিম্নোক্তভাবে নির্ধারণ করা হলো।
এমডি/এমএস ও ডিপ্লোমা কোর্সের সেশন ও কোর্স ফির মধ্যে বাৎসরিক সেশন ফি ছয় হাজার টাকা, বাৎসরিক টিউশন ফি ১২ হাজার টাকাসহ মোট বাৎসরিক কোর্স ফি ১৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এম. ফিল কোর্সের সেশন ও কোর্স ফিঃ
১ম পর্ব সেশন ফি ৬,০০০/- ছয় হাজার টাকা, টিউশন ফি ৬ হাজার টাকা। ১ম পর্বের মোট কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ১২ হাজার টাকা।
২য় পর্ব টিউশন ফি ৬ হাজার টাকা মাত্র এবং ২য় পর্বের মোট কোর্স ফি ১২ হাজার টাকা মাত্র
৩য় পর্ব সেশন ফি ৬ ছয় হাজার টাকা, টিউশন ফি ১২ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা।
৩য় পর্বের সেশন ফি ৬ হাজার টাকা, টিউশন ফি ১২ হাজার। এ পর্বের মোট মোট বাৎসরিক ফি ১৮ আঠার হাজার টাকা।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মো: রাহাত হাছান।