ওরাল হেলথ ফাউন্ডেশন, বাংলাদেশ (এএইচএফ, বি) এর ত্রৈমাসিক বুলেটিন ‘ওরাল হেলথ নিউজ’ এর প্রথম সংখ্যা ৩১ অক্টোবর, ২০১৯ প্রকাশিত হবে। এতে ডেন্টাল প্রফেশনের আগ্রহী লেখকবৃন্দ অংশগ্রহণ করতে পারবেন। প্রকাশনার বিষয়বস্তুগুলোর মধ্যে প্রফেশন বিষয়ক যে কোন ফিচার, গল্প, পরিকল্পনা অগ্রাধিকার পাবে।
লেখা পাঠানোর নিয়মাবলীঃ
১। লেখা পাঠানোর শেষ সময় ২২ অক্টোবর, ২০১৯। প্ল্যাটফর্ম গ্রুপে পোস্ট করে বা নিম্নে প্রদত্ত ইমেইলে লেখা সাবমিট করতে হবে।
২। ফাউন্ডেশনের সম্পাদনা পরিষদ কর্তৃক নির্বাচিত লেখাগুলিই ছাপানো হবে এবং পরিষদ কর্তৃক পূর্বেই তা লেখককে অবহিত করা হবে।
৩। যে কোনো লেখা বাংলা বা ইংরেজী অনধিক ৫০০ শব্দের ভিতরে হতে হবে। তবে নির্বাচিত ভালো লেখা বেশি শব্দের হলেও তা একত্রিত বা সিরিজ আকারে প্রকাশিত হবে।
৪। প্রতিজন লেখক এক বা একাধিক লেখা পাঠাতে পারবেন। তবে প্রতিটি লেখার শিরোনাম থাকতে হবে।
৩। লেখকের সম্পূর্ণ নাম ও পরিচিতি নির্ভুলভাবে লিখে দিতে হবে। লেখকের কর্মপরিচয়, বিএমডিসি নম্বর দিতে হবে। লেখক ডেন্টাল প্রফেশনের ছাত্রছাত্রী হলে তাদের কলেজ ও ব্যাচ উল্লেখ করতে হবে।
৫।গ্রুপে লেখা জমা দেওয়ার সময় #ওরাল_হেলথ্_নিউজ_(ত্রৈমাসিক) হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হবে।
৬। আগে কোথাও প্রিন্ট হয়েছে এমন লেখা দেওয়া যাবে না।
৭। অন্য কারো লেখা কপি করে দেওয়া যাবে না।
৮। জাতীয় বা আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক কোন লেখা ছাপানো হবে না। প্রফেশনাল দাবী বা এ ব্যাপারে আপনার পরিকল্পনা বিষয়ক যে কোন লেখা দেয়া যাবে, তবে তাহা যেন কোনভাবেই কোন ব্যক্তি বা কোনো গোষ্ঠির জন্য আক্রমণাত্মক না হয়।
ইমেইলে লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]
যোগাযোগঃ
অধ্যাপক ডা. আশিস কুমার বণিক
সাধারন সম্পাদক
OHF,B
মোবাইল নংঃ 01713375278
ডা. মামুনুর রশীদ
প্রচার ও প্রকাশনা সম্পাদক
OHF,B
মোবাইল নংঃ 01784397850
ডা. কামাল আবদুল্লাহ শান্ত
যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক
OHF,B
মোবাইল নংঃ 01730448606