বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে বরিশালে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির প্রতিবাদ সমাবেশ ।
আমাদের বরিশাল প্রতিনিধি ডাঃ আসিফ জানিয়েছেন, আমলাতন্ত্র নিপাত যাক, পেশাজীবী মুক্তি পাক। এই শ্লোগান নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে প্রতিবাদ সভা। এতে বরিশাল বিভাগের সর্বোস্তরের ডাক্তার, কৃষিবিদ, প্রকৌশলী, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবী কর্মকর্তাগণ উপস্থিত আছেন। এতে সভাপতিত্ব করছেন বরিশাল বিএমএর সভাপতি ডা: ইসতিয়াক আহমেদ স্যার। মর্যাদা রক্ষার ছয় দফা দাবীর প্রেক্ষীতে তীব্র প্রতিবাদ ও সংগ্রামী বক্তব্য উপস্থাপন করছেন উপস্থিত পেশাজীবী প্রতিনিধিগন।

এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সংগঠিত সমাবেশের ছবি দেওয়া হল–
ছবি ঃ ডাঃ শাহ ইমরান

টাউন হল মাঠ, পাবনা
ছবি ঃ জনাব মোঃ জহুরুল ইসলাম

ছবি ঃ হোসেন মনোয়ার

ছবি ঃ আশরাফুল ইসলাম তাজিন

ছবি ঃ বদরুজ্জামান রুবেল

ছবি ঃ জনাব নিলাক্সমি শেখর তালুকদার

ছবি ঃ জনাব আশরাফুল আমিন

ছবি ঃ ডাঃমোহাম্মদ মেহেদী হাসান

ছবি ঃ বি এম মনিরুল ইসলাম