ইতিমধ্যে প্রবেশ পত্র হাতে পেয়ে গেছেন ।
মহাখালী বিসিপিএসের মূল গেট দিয়ে ঢুকেই যে বিল্ডিং, সেটা নিউ বিল্ডিং। অথবা দেখবেন ঢুকেই যে বিল্ডিং এর নিচে ফাঁকা (পার্কিং প্লেস আছে), সেইটাই।
মুল গেইট দিয়ে ঢুকে একটু এগিয়ে হাতের বামে যে বিল্ডিং, সেটা ওল্ড বিল্ডিং ( যে বিল্ডিং এর OSPE room এ পরীক্ষার ফি হিসেবে UCB তে ৭ হাজার টাকা জমা দিয়েছেন)
যাদের সিট পুরান বিল্ডিং, তাঁরা নাকে তেল দিয়ে ঘুমান। ২ তালার বিল্ডিং।
যাদের নতুন বিল্ডিং এর ৪ তালা পর্যন্ত, নাকে তেল দিয়ে ঘুমান।
যাদের নতুন বিল্ডিং ৫ তালা এবং উপরে। লিফট ব্যাবহার করা উত্তম। এর জন্য একটু ধাক্কাধাক্কি হবে কে কার আগে লিফটে উঠবে।
রুমে ঢুকে কলাম আছে ১, ২, ৩, ৪ ইত্যাদি।
রো আছে A, B, C, S, T, U etc..
যার Row A.. সবার সামনের সিট।
Row T, U.. সবার পিছনের সিট।
সিট দেখে বসে পড়েন। প্রশ্নপত্র এর উপরে উত্তরপত্র দেওয়া আছে। নমুনা আমি আপলোড দিলাম।
এবার ঠান্ডা মাথায় প্রবেশ পত্র বের করে পূরণ করুন।
Name:……
PeN No:……
Roll no:……
Set code:……
paper:……
subject:…….
Roll, set code, paper এই ৩ টা ভুল করবেন না।
উত্তর পত্রের উপরের অংশ বল পেন দিয়ে পূরণ করতে হবে। যেহেতু ভুল করলে মোছা যায় না।
একটু সাবধানে করুন। তাড়াহুড়া এবং এক্সাইটেমেন্টে অনেকের ভুল হয়।
অভিজ্ঞতা বলে এক্সামিনার খারাপ হলে আপনাকে নতুন উত্তরপত্র দিবে না।
নিচের অংশ 2B পেন্সিল দিয়ে পূরণ করবেন ট্রু, ফলস।
সিংগেল বেস্ট ও পেন্সিল দিয়ে।
ইরেজার নিয়ে যাবেন সাথে, ভুল হলে মুছতে পারবেন।
পেন ফাইলে যা থাকবেঃ
প্রবেশ পত্র+ পেনকার্ড
এবং
নূন্যতম ২ টা পেন্সিল+ ২ টা বল পেন+ ১টা ইরেজার+১টা শার্পনার।
সিংগেল বেস্ট দাগানোর পরে একটু গুনে দেখবেন সবার ডানপাশের সারিতে ১০ টা কালো গোল্লা হয়েছে নাকি।
১ টা কম মানে ১ টা দাগান নাই।
FAQ:
1. প্রবেশপত্রে নামের আগে ডাক্তার নাই, পেনকার্ডে ডাক্তার আছে। উওরপত্রে নামের আগে ডাক্তার লিখলে সমস্যা আছে নাকি??
নাহ সমস্যা নাই। ডাক্তার লিখলেও নাই। না লিখলেও নাই।
২, প্রশ্নপত্রে দাগানো যাবে নাকি। যাবে, এমনকি মনে করার জন্য ফিটাল সার্কুলেশন, ডার্মাটোম, এইসবের ছবি আঁকানো যাবে। প্রয়োজনীয় বক্স আঁকা যাবে।
আমি নিজেই acidosis+alkalosis এর davidson এর box আঁকতাম। ঝামেলা এড়ানোর জন্য, এত ভাবার টাইম নাই এক্সাম হলে।
৩, প্রবেশপত্রের পেছনে রাফ করা বা প্রশ্ন লিখে আনা যাবে কি না??
নাহ যাবে না।।
রাফ করার জন্য প্রশ্নপত্রের ভেতর অনেক যায়গা আছে।
৪, আমার একটা একটা ট্রু ফলস দাগাতে সমস্যা হয়।
প্রশ্নপত্রেই ট্রু ফলস মার্ক করতে চাই ১- ৪০ পর্যন্ত।
তারপরে দেখে দেখে গোল্লা পূরণ করতে চাই।
হ্যাঁ প্রশ্নপত্রে মার্ক করা যাবে।
সবার জন্য শুভকামনা
লেখকের সাথে যোগাযোগঃ [email protected]
Md Tousifur Rahman Sayidur Rahman Fakhrul Alam Sakir Hossain Akram Hossen
Thanks….
Nazia Ahsan Rahul Orion Elora Yasmin
অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ