প্ল্যাটফর্ম নিউজ,
শনিবার, ০৫ নভেম্বর, ২০২২
৫ নভেম্বর, শনিবার মালয়েশিয়ার ল্যাংকাউয়িতে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগীতায় প্রথমবার বাংলাদেশী চিকিৎসক ডাঃ সাকলায়েন রাসেল আয়রনম্যান হওয়ার গৌরব অর্জন করেন।
মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল ৭ টায় সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে শুরু হয় আয়রনম্যান। দূরত্বের হিসাবে কয়েকটি সংস্করণে আয়রনম্যান প্রতিযোগিতা হয়। পূর্ণাঙ্গ আয়রনম্যান প্রতিযোগিতায় প্রতিযোগীদের জন্য থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড় সম্পন্ন করার চ্যালেঞ্জ। ৭০.৩ আয়রনম্যানকে বলা হয় অর্ধদূরত্বের আয়রনম্যান। সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি বিষয়ে অর্ধেক দূরত্ব পেরোনোর চ্যালেঞ্জথাকে আয়রনম্যান ৭০.৩ ইভেন্টে।
অর্ধদূরত্বের ‘আয়রনম্যান ৭০.৩ লংকাউই’তে অংশ নিয়েছেন ডাঃ সাকলায়েন রাসেল সহ তিন বাংলাদেশি। অন্যরা হলেন অর্ণব বিশ্বাস ও ইশতিয়াক উদ্দিন।
তাছাড়া পূর্ণদূরত্বের আয়রনম্যান এ অংশ নিয়েছেন আরও ৮ জন। তারা হলেন মুনতাসির সামি, মিশু বিশ্বাস, মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত, ইমতিয়াজ ইলাহি, পবিত্র কুমার দাস, সুনতান মাহমুদ, শুভ কুমার দে, আরিফুর রহমান। দুটি আয়রম্যান প্রতিযোগিতায় ১১ জন বাংলাদেশি অংশ নিয়েছেন। এই প্রথম আয়রনম্যানের আসরে একসঙ্গে এতসংখ্যকবাংলাদেশির অংশগ্রহণ। প্রসঙ্গত এবার ৫০ টি দেশের প্রায় ৩ হাজার প্রতিযোগী অংশ নিয়েছেন।
আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করতে ডা. সাকলায়েন রাসেল সময় নেন ৭ ঘন্টা ৪৩ মিনিট। সমুদ্র সাঁতারে ১.৯ কিলোমিটার অতিক্রম করতে তিনি ৫২ মিনিট ৩ সেকেন্ড সময় নেন। ৯০ কিলোমিটার সাইকেল চালাতে সময় নেন ৩ ঘন্টা ৪৩ মিনিট। বাকী সময় ব্যায় করেন ২১.১ কিলোমিটার রানিং। বাংলাদেশে অংশগ্রহণকারী ১১ জনের মাঝে ১০ জন মোটামুটি সুস্থভাবে রেস সম্পন্ন করলেও ১ জন রেস শেষ করার পর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী তিনি সুস্থ আছেন।
আয়রনম্যান ৭০.৩ চ্যালেঞ্জ সম্পর্কে জিজ্ঞেস করলে ডা. সাকলায়েন রাসেল প্ল্যাটফর্মকে জানান তিনি মূলত এ ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে হল মানুষকে এক্সারসাইজমুখী করা এবং একই সংগে এ ধরনের একটি প্রতিযোগিতায় চিকিৎসকের নাম রেখে দেয়া।
উল্লেখ্য ডা. সাকলায়েন রাসেল এর আগেও প্রথম চিকিৎসক হিসেবে বাংলা চ্যানেলে ১৬.১ কিলোমিটার একটানা ৬ ঘন্টা ৪১ মিনিট সাঁতরে পার হয়েছেন।
আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করার জন্যে বাংলাদেশের আইকনিক আয়রনম্যান মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত এর অধীনে টানা ৬ মাসের নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেন। সাঁতারে প্রশিক্ষণ নেন বাংলা চ্যানেল ডাবল ক্রসিং করা প্রথম বাংলাদেশী সাইফুল ইসলাম রাসেল এর কাছেও।
তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আমরা সাধারণ মানুষকে এক্সারসাইজের কথা বললেও ব্যস্ততার কারণে নিজেরা তা করিনা। অথচ একজন চিকিৎসক সুস্থ থাকলে শত রোগীকে সুস্থ রাখতে পারবেন তিনি।
প্রথমবার বাংলাদেশী চিকিৎসক সাকলায়েন রাসেল আয়রনম্যান হওয়ার গৌরব অর্জন করায় প্ল্যাটফর্ম পরিবারে পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
অভিনন্দন