মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বে থাকাকালে বৈজ্ঞানিক জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন। তাও সেটা স্বাস্থ্য বিষয়ক গবেষণাপত্র। গত ১১ জুলাই জার্নাল অফ আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে এই গবেষণাপত্র প্রকাশিত হয়। এর শিরোনাম “United States Health Care Reform: Progress to Date and Next Steps”।
৬৮ টি রেফারেন্সসহ এই গবেষণাপত্রে বারাক ওবামা দেখিয়েছেন কিভাবে মার্কিনীরা স্বাস্থ্যবীমা ব্যবহারে উৎসাহী হচ্ছে। এর সাথে কিভাবে অসুস্থতার হারও কমে যাচ্ছে। তিনি এখানে পরামর্শ দিয়েছেন আমেরিকায় ঔষধের দাম আরও কমাতে।
এখানে ক্লিক করে পড়ুন গবেষণাপত্রটি