প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুলাই, ২০২১, শনিবার
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের Khurshid’s Decoding Surgery বইয়ের মোড়ক উন্মোচনের মাধ্যমে আরেক দফা এগিয়ে গেল বাংলাদেশের মেডিকেল শিক্ষা।
আজ ১৭ ই জুলাই, ২০২১ বাংলাদেশ সময় দুপুর ১২.০০ টায় বিসিপিএস অডিটোরিয়ামে স্বাস্থ্য-শিক্ষা খাতের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয় প্রফেসর ডা. এবিএম খুরশীদ আলমের লেখা বই Khurshid’s Decoding Surgery। করোনা অতিমারীর সতর্ক ব্যবস্থার খাতিরে দেড় ঘন্টা ব্যাপী মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি স্বপন। চেয়ারপার্সন হিসেবে ছিলেন প্রফেসর ডা. সৈয়দ আলী আশরাফ।
এছাড়াও বইটির ব্যাপারে সামগ্রিক আলোচনায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন লোকমান হোসাইন মিয়া ( সিনিয়র সেক্রেটারি, HSD, MOHFW), প্রফেসর ডা. মোহাম্মদ শরফুদ্দীন আহমেদ( ভাইস চ্যান্সেলর, বিএসএমএমইউ), প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, দেশনন্দিত মেডিসিন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, প্রখ্যাত নিউরোলজিস্ট প্রফেসর ডা. কাজী দ্বীন মোহাম্মদ, প্রফেসর মতিউর রহমান, প্রফেসর এম এ মজিদ, প্রফেসর মোহাম্মদ সানোয়ার হোসেন, প্রফেসর কনক কান্তী বড়ুয়া, প্রফেসর মারগাব হোসেন, প্রফেসর আব্দুল কাদের খান, প্রফেসর মোহাম্মদ শাহীদ হোসেন।
বাজারে প্রচলিত বইগুলোর তুলনায় Khurshid’s Decoding Surgery বইটির মাধ্যমে ডাক্তার, সার্জারিতে অধ্যয়নরত পোস্ট গ্র্যাজুয়েশন শিক্ষার্থীসহ ইন্টার্ন, এমবিবিএস চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী পর্যন্ত সবাই উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া বইটিতে একাধিক বাস্তবসম্মত ছবি ব্যবহার করা হয়েছে অধ্যাপক ডা. খুরশীদ আলমের নিজস্ব আর্কাইভ থেকে। একই সাথে সংযোজন করা হয়েছে প্রতিটি OSPE এর সাথে পরীক্ষা ভিত্তিক তথ্য, প্রশ্ন, এবং চার্ট। নতুন আন্তর্জাতিক পরীক্ষা পদ্ধতির সাথে মিল রেখে সাজানো হয়েছে সম্পূর্ণ বইটি। প্রতিটি চিত্রের প্রফেশনাল ইলাস্ট্রেশনের কারণে পাঠকের নিকট সরাসরি ওয়ার্ড থেকেই ছবিগুলো দেখার অনুভূতি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। কোভিডকালীন এই সময়ে অনলাইন ক্লাসরত শিক্ষার্থীদের জন্য বইটি আশীর্বাদস্বরূপ হোক এমনই প্রত্যাশা সকলের।
বর্তমানে ভাই ভাই মেডিকেল বুকস( ১৩৬, ইসলামিয়া মার্কেট, নীলক্ষেত, ঢাকা) বইটির একমাত্র ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে। খুব শীঘ্রই বিভিন্ন অনলাইন এবং নির্দিষ্ট বইয়ের দোকানে বইটি পাওয়া যাবে বলে জানা গিয়েছে। সর্বোপরি Decoding Surgery বইটির মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা নতুন মাইলফলক অর্জন করলো বলেই মনে করছেন বাংলাদেশী চিকিৎসক সমাজ।
নিজস্ব প্রতিবেদক
সানিয়া ইসলাম।