বুধবার, ১৭ জুন, ২০২০
ডা. মারুফ রায়হান খান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
বসুন্ধরা কোভিড হসপিটাল।
১) দীর্ঘ সময় ধরে মেডিক্যাল মাস্ক পরে থাকলে কি কার্বনডাইঅক্সাইডের বিষক্রিয়া বা অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে?
উত্তর: দীর্ঘসময় মেডিক্যাল মাস্ক পরে থাকা কষ্টসাধ্য, তবে এটি থেকে এ ধরনের সমস্যা হবার সম্ভাবনা নেই। মাস্ক পরার সময় খেয়াল করতে হবে, এটি ঠিকভাবে ফিট হচ্ছে কি না এবং ভালোভাবে শ্বাসপ্রশ্বাস নেয়া যাচ্ছে কি না।
২) মশার কামড়ের মাধ্যমে কি করোনাভাইরাস ছড়াতে পারে?
উত্তর: এখন পর্যন্ত পৃথিবীর কোথাও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
৩) মাছির মাধ্যমে কি করোনাভাইরাস ছড়াতে পারে?
উত্তর: এখন পর্যন্ত মাছির মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি।
৪) টাকা, পয়সা, এটিএম কার্ড ইত্যাদির মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা কেমন?
উত্তর: এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যেটা দিয়ে হ্যাঁ বা না উত্তর করা যায়। তবে এটা ঠিক, আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বেরিয়ে আসা জলকণা আশেপাশের বস্তুর উপর থাকতে পারে। নিয়ম মেনে ২০-৪০ সেকেণ্ড সময় নিয়ে হাত ধুলে এসব থেকে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা কমে যাবে।
৫) রাস্তায় বেশিরভাগ মানুষকে মাস্ক দিয়ে শুধু থুতনি ঢেকে রাখতে দেখা যায়, থুতনিতে মাস্ক পরে রাখলে কি কোনো উপকার হবে?
উত্তর: না। নাক, মুখ ও চোখ দিয়ে করোনাভাইরাস শরীরে প্রবেশ করে। মাস্ক এমনভাবে পরতে হবে, যেন নাক ও মুখ ভালোভাবে ঢাকা থাকে। যারা শুধুমাত্র থুতনি ঢাকছেন, তাদের মাস্ক পরে কোনো লাভ হচ্ছে না। তারা নিজের এবং আশেপাশের মানুষদের মারাত্নক ক্ষতি করছেন।
৬) হ্যান্ড ড্রাইয়ার্স বা ভেজা হাত শুকানোর যন্ত্র কি করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে পারে?
উত্তর: না। এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
৭) নিউমোনিয়ার বিরুদ্ধে সচরাচর যে ভ্যাকসিন বা টিকাগুলো দেওয়া হয়, তা কি করোনাভাইরাস থেকেও সুরক্ষা দেয়?
উত্তর: না। উল্লেখ্য এখন পর্যন্ত এটির বিরুদ্ধে কোনো টিকা আবিষ্কার হয়নি।
৮) স্যালাইন ড্রপ দিয়ে নিয়মিত নাক পরিষ্কার করলে তা কি আলাদাভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে কোনো সুরক্ষা দেয়?
উত্তর: না৷ এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
৯) রসুন খেলে কি করোনাভাইরাস প্রতিরোধ করা যায়?
উত্তর: না, এমন কোনো প্রমাণ আসেনি। তবে এটি ঠিক, রসুন একটি স্বাস্থ্যকর খাবার। এটির কিছু জীবাণুনাশক ক্ষমতা থাকতে পারে।
১০) নিয়ম মোতাবেক দিনে ৮-১০ গ্লাস পানি খেলে কি করোনাভাইরাস থেকে সুরক্ষা পাওয়া যায়?
উত্তর: পর্যাপ্ত পানি পান করলে স্বাস্থ্য ভালো থাকে। তবে এটি বলার উপায় নেই যে, পর্যাপ্ত পানি পান করোনাভাইরাস থেকে সুরক্ষা দেয়।