প্রসঙ্গ:চিকিৎসা সেবা আইন ২০১৬(খসড়া) বিষয়ে বিএমএ’র বর্ধিত সভার মিটিং-
আজ সকল জেলা বিএমএ’র সভাপতি ও সেক্রেটারী দের উপস্থিতিতে সকল জেলা শাখা বিএমএ চিকিৎসা সেবা আইন ২০১৬ স্পষ্ট ও জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে:
…………………………………………………………………………
মিটিংয়ে সকল জেলা বিএমএ’র সভাপতি ও সেক্রেটারীর উপস্থিতিতে সকল বিএমএ শাখা চিকিৎসা সেবা আইন ২০১৬ কে একবাক্যে প্রত্যাখ্যান করেছে।
কেন্দ্রীয় নেতাদের মাঝে ভিসি ডা:কামরুল হাসান খান স্যার, ডা. উত্তম কুমার বড়ুয়া, ডা. বদিউজ্জামান ডাবলু ভাই,ডা. শারফুদ্দীন স্যার জোরালো বক্তব্য রেখেছেন এ আইন বাতিলের পক্ষে।
একটি জেলা শাখা বিএমএ’র এক প্রশ্নের জবাবে বিএসএমএমইউ এর প্রোভিসি ডা. শারফুদ্দীন আহমেদ স্যার তার বক্তব্যে বগুড়া মেডিকেলের ইন্টার্ণ এর ঘটনায় তার তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয়েছে বলে জানান।তিনি দেশের বাইরে ছিলেন বলে তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাতে পারেননি বলেছেন। তার সুপারিশকৃত রিপোর্টে শুধুমাত্র সতর্ক করার কথা বলা হয়েছিলো এবং সে রিপোর্টের কপি তার কাছে আছে এবং যে কেউ চাইলে তিনি দেখাবেন বলেছেন।
পেশাজীবীদের অধিকার আদায়ের আন্দোলনের অবিসংবাদিত নেতা বিএমএ’র সহ-সভাপতি(খুলনা) ডা. শেখ বাহারুল আলম এ আইনকে দৃঢ কন্ঠে প্রত্যাখ্যান করার পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিৎ করার বিষয়ে পদক্ষেপ নেয়া ও প্রয়োজনে আন্দোলনে যাওয়ার জন্য বিএমএ সভাপতির নিকট আহবান জানান।
এর পাশাপাশি স্যার কৃত্যপেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন ছাড়া এ সকল সমস্যার সমাধান হবেনা বলে অভিমত ব্যক্ত করেন।
এ আইন যারা করতে চায় বা এর পক্ষে যারা কথা বলতে চায় এটা তাদের ব্যাপার, বিএমএ এটা কোনভাবে মেনে নেবে না বলে হুঁশিয়ার করে দেন বাহার স্যার।
তরুণদের মাঝে মুন্সিগঞ্জ বিএমএ’র পক্ষে তরুণ চিকিৎসক পেশাজীবী ও পেস্কেল আন্দোলনের অন্যতম সংগঠক ডা. আহমেদ সামী এ আইনের বিপক্ষে ও কৃত্য পেশাজীবী মন্ত্রণালয় গঠনে আন্দোলন গড়ে তোলার আহবান জানান বিএমএ সভাপতিকে।
সবশেষে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন সকল শাখার মৌখিক ও লিখিত বক্তব্যের প্রেক্ষিতে এ আইন কার্যকর না হতে দেয়ার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ জন্য প্রযোজনে মাননীয় প্রধামনত্রীর স্মরণাপন্ন হবেন এবং খুব শীঘ্রই সিসি মিটিং ডাকা হবে বলে জানান এবং সভা সমাপ্ত ঘোষনা করেন।
ডা:মেহেদী হাসান বিপ্লব,শেবাচিম ৩৫তম।
সেন্ট্রাল কাউন্সিলর(ঢাকা মহানগর)
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।
Valo
ভাল কথা।
good
Congratulatiosssssssssssssssss
Ei BMA te dulal sir e sob theke beshi vumika rakhchen ei law er against e … report e dulal sir er kono topic aslo na !
আশার দীপ্তি। বিএমএ সারা দেশের ডাক্তারদের সংগঠন। প্রমাণের মাহেন্দ্রক্ষণ এখনই।
THIS IS THE BMA. Want to see such prodoctor BMA always.
very good.
আশার আলো দেখতে পাচ্ছি।
Great
চিকিৎসক বন্ধুরা——
… যুদ্ধে প্রাথমিক বিজয় আমাদের হয়ে গেছে।
** BMA-কে নিয়ে যে সংশয় ছিল, তা এখন কেটে গেছে।
কালো আইন বলে প্রত্যাখ্যান করা হয়েছে, বর্ধিত সভায়। এর বেশী কি এই মিটিং থেকে আশা করা যায়? bma-এর গঠনতন্ত্র অনুসারে??
চিকিৎসকদের নিয়ন্ত্রণের জন্য কোন নতুন আইনের প্রয়োজন নেই।বিএমডিসিকে শক্তিশালী করাই যথেষ্ঠ।
নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস রেখেই বলছি,এই প্রতিক্রিয়াটা যেনো আবার লোক দেখানো না হয়,যেমন টা প্রকৃচি আন্দোলনে হয়েছিল।
Sir ei sob kisur majhe amdr jnno safety invironment er decision nilen na kno???? Please request to all BMA leader …please ensure our safety place…..
Sir sarhe amader cader take alada koren.prokichi andolon ta aro jordar howa uchit
good..
That’s ur move should be!!!!
Be rigid .
Be rigid