গত ৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক ছাত্র-ছাত্রীদের তৃতীয় মৌসুমী আড্ডাঃ প্রাণের স্পন্দনে মিলি স্মৃতির উৎসবে । চট্টগ্রাম মেডিকেল কলেজের সকল চিকিৎসকদের ফেসবুক গ্রুপ CMC on FB আয়োজনে বীর উত্তম শাহ আলম মিলনায়তন প্রাঙ্গণ, চট্টগ্রাম মেডিকেল কলেজে এ মিলন মেলায় উপস্তিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শ্রদ্ধেয় Dr Firuzul Hoque Chowdhury স্যার থেকে শুরু করে সর্বশেষ ইন্টার্নশিপ সম্পন্ন করা পঞ্চাশতম ব্যাচের চিকিৎসকেরা । বুকে জড়িয়ে ধরা বন্ধুত্ব, স্মৃতিমাখা আড্ডা, বহুদিন পর দেখা হবার আনন্দে গানের সাথে উন্মাতাল নাচ, সেলফি, আলোচনা, সিএমসি ডে প্রস্তাবণা, এলামনাই ট্রাস্ট, র্যাফেল ড্র, বিদায় এবং আবার দেখা হবার কথা দেয়া-অসাধারণ একটি দিনের টুকরো টুকরো ছবি-
অধ্যাপক এল এ কাদেরী স্যারের সাথে অধ্যাপক অধ্যাপক এম আলমগীর চৌধুরি ।
এই আসেন আসেন রেজিস্ট্রেশন করেন (!)
ইয়ামি এন্ড চকলেটি !
শোভাযাত্রা ।
বাদ্য বাজাও …
প্রিন্সিপাল লবি (for me its like Oxygen to CMC campus)
WANTED-1
WANTED-2
WANTED-3
WANTED-4
WANTED-5
জয়যুক্ত করুন !
গায়ক , নায়ক , নায়িকা ALL In ONE
Dancing Docs
I CAN FLY…
চোখ ফেরানো যায় না…
Handsome & Gorgeous Duos Of CMC-1 ( MY TWO PRINCIPAL TEACHERs, The BEST ONES in Lifetime)
এবার আলোচনাঃ সিএমসি ডে পালনের প্রস্তাব, সিএমসি এলামনাই ট্রাস্টের কার্যক্রম, শীত বস্ত্র বিতরণ, পৃথিবী ব্যাপী সিএমসিয়ানদের নানা আয়োজন ।
ব্যাচ পরিচিতি-“আমাকে সবাই ___ অমুক নামেই চিনে, আসল নাম বললে অনেকেই চিনবেন না” ।
ব্যাচ পরিচিতি-যত দূরেই থাকে যে যেখানে যেভাবেই থাকি, আমাদের শেকড় এখানে সিএমসি ক্যাম্পাসে ।
আমিও আছি প্ল্যাটফর্মের ফেরিওয়ালা ( হাঁটু কাঁপে)
নেচে গেয়ে ক্লান্ত , ক্ষুধার্ত এবং অতঃপর …
কাছে পেয়ে খুশি
কত দিন কেটেছে এভাবে…
দুই ভূবনের দুই লিজেন্ড
দুজনে দুজনার…
সব দায়িত্ব কাঁধে- হাতে পুরস্কারও ।
ক্যামেরার পেছনের মানুষ ( খাবারের দায়িত্বে ছিলাম কিন্তু উনাকে আমি খেতেও দেখিনি)
আরেকজন ক্যামেরার পেছনের মানুষ (দাদার সাথে একদিন অনেক সময় কাটাবো)
একটা সেলফি না দিলে কী হয় ????
সকলের পোট্রেট এই লিংকে…(অনেক প্রিয় মানুষের ছবি মিস হয়ে গেল আমাকে ক্ষমা করবেন) ।
https://www.facebook.com/media/set/?set=oa.777971865589419&type=1
ভবিষ্যত… (অনুষ্ঠানের কনিষ্ঠতম ফটোগ্রাফার)
৪৮ তম ব্যাচের আমার জন্য দিনটি ছিল লিজেন্ডদের সাথে পরিচিত হবার দিন । এতদিন যাঁদের শিক্ষক হিসেবে চিনতাম গতকাল তাঁদের জানলাম নিজের পূর্বপুরুষ হিসেবে । আগামী দিনগুলোতে অগ্রজদের রেখে যাওয়া ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করে যাবার জন্য আশীর্বাদ কামনা করছি এবং সম্ভব হলে আবারো তাঁদের সান্নিধ্যে আসার জন্যে অধীর অপেক্ষায় শেষ করছি, ডাঃ মোহিব নীরব ।
প্ল্যাটফর্ম,
চিকিৎসকদের পক্ষে ।