প্ল্যাটফর্ম নিউজ, ২০ এপ্রিল ২০২০, সোমবার
ডা. আবদুন নূর তুষার
প্রিয় স্বাস্থ্য ব্যবস্থা,
১. আপনারা বলেছেন ভুল করে ভুল মাস্ক চলে গিয়েছিল, এন ৯৫ এর প্যাকেটে। তাহলে আসল এন ৯৫ গুলি কোন প্যাকেটে ঢুকে পড়েছিল? সেই প্যাকেট থেকে আসলগুলি বের হচ্ছে না কেন?
২. ভুল করেছিল জেএমআই। যারা এই সাপ্লাই নিল, তারা কি দেখে এটা বুঝে নিয়েছিল? তারা কি আসল নকল চেনে না?
৩. জেএমআই ভুল করে থাকলে কি শাস্তি দিলেন তাদের?
৪. ভুল করলো জেএমআই, কৈফিয়ত আপনারা দেন কেন? এটা কি ভুল ছিল নাকি অপরাধ? ভুল করেছে এটা আপনারা মেনে নিলেন কিসের ভিত্তিতে?
তারা কি আসলগুলি দিয়েছে? সেগুলি কই? কাদের নাকে শোভা পাচ্ছে সেই মাস্ক?
৫. সাহসে কুলালে, অবিলম্বে স্বাস্থ্য অধিদপ্তরের সকল ঠিকাদারের নাম ঠিকানা ও গত ১০ বছরে তারা কে কি পণ্য, কত টাকা দিয়ে সরবরাহ করেছেন সেটার তালিকা প্রকাশ করুন।