প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ১৭ মে, ২০২০
প্লাজমা থেরাপি- করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় সমগ্র বিশ্বব্যাপী আশার সঞ্চার করা নতুন একটি নাম, যার সুফল সম্প্রতি চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ পেতে শুরু করেছে। চলমান কোভিড-১৯ মহামারিতে কনভালেসেন্ট বা স্বাস্থ্য পুনরুদ্ধারকারী প্লাজমা থেরাপি চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চলমান কোভিড-১৯ মহামারিতে ‘কনভালেসেন্ট প্লাজমা থেরাপি’ প্রয়োগে সহায়তা করছে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন “মেডিসিন ক্লাব”। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।
কখন প্লাজমা দান করতে পারবেন?
- আক্রান্ত ব্যক্তি সুস্থ হবার পর ২৮ দিন অতিবাহিত হলে অথবা,
- আক্রান্ত ব্যক্তির সকল প্রকার উপসর্গমুক্তির পর ন্যূনতম ২৪ ঘণ্টা ব্যবধানের মধ্যে সংঘটিত পরপর ২টি নেগেটিভ RT-PCR টেস্টের ২য় টির ফলাফল নেগেটিভ আসার পর ১৪ দিন অতিবাহিত হতে হবে।
বিশেষভাবে লক্ষণীয়:
- এন্টিবডি টাইটার ন্যূনতম ১ঃ১৬০ থাকতে হবে।
- যেসব মহিলা কখনো গর্ভধারণ করেছেন তারা প্লাজমা দানের জন্য উপযুক্ত নন৷
উল্লেখ্য, উপযুক্ত যোগ্যতা থাকা সাপেক্ষে করোনায় আক্রান্ত মানুষের সেবায় প্লাজমা দানে ইচ্ছুক যে কোনো ব্যক্তি “মেডিসিন ক্লাব” এর সাথে যোগাযোগের মাধ্যমে প্লাজমা দান করতে পারবেন। প্লাজমা দান করতে নিন্মোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে:
01834685273
01701060894
01798177473
01314490889
01713260032
01833326593
অথবা, মেডিসিন ক্লাবের অফিসিয়াল ফেইসবুক পেইজে (https://www.facebook.com/MedicineClubOfficial/) যোগাযোগের মাধ্যমেও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে আগ্রহীদের। মেডিসিন ক্লাব, আগ্রহীদের এই মহতী প্রচেষ্টাকে নির্বিঘ্ন করার জন্যে সর্বোচ্চ প্রয়াস করবে।
সুস্থ রোগীদের রক্ত দান অব্যাহত থাকুক। প্লাজমা দানের মাধ্যমে করোনা দূর হোক। প্লাজমা দিন, জীবন বাঁচান।