গত ২৭ শে আগষ্ট, ২০১৮, সোমবার, বিশ্ব সাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হল, ৬ তম প্ল্যাটফর্ম ইউকে ক্যারিয়ার সেমিনার।
উক্ত অনুষ্ঠানে কি স্পীকার ছিলেন, ডা. মাহিবুর রহমান (MB BCh in Medicine, MRCGP, MSc in Health Informatics) যিনি ইউকে এর, Emedica এর মেডিকেল ডিরেক্টর হিসেবে আছেন, www.gptraining.info এর সম্পাদক এবং ইউকে’এর একজন খ্যাতনামা জেনারেল প্রাকটিশনার। এছাড়াও, ডা. মাহিবুর রহমান অনেক বই এবং আর্টিকেল লিখেছেন, জিপি ক্যারিয়ার ও MRCGP বিষয়ক!
সেমিনারটি শুরু হয়, বিকেল ৪ টায়। শুরুতেই, সংগঠনটির সভাপতি, ডা. নিলয় শুভ প্রধান অতিথি ডা. মাহিবুর রহমান, সিমুড এবং সিমুড ইভেন্টস এর প্রতিষ্ঠাতা, ডা. জাহিদুর রশিদ সুমন, প্ল্যাটফর্ম ফাউন্ডার ডা. কিরন কে নিয়ে মঞ্চে উঠেন। পরবর্তীতে ডা. আহমেদুল হক কিরন প্ল্যাটফর্মের শুরু থেকে বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন।
৪ টা ১৫ মিনিটে ডা. মাহিবুর রহমান ‘ক্যারিয়ার ইন ইউকে’ বিষয়কে লক্ষ্য রেখে সাবলীল ভাষায়, দারুন তথ্য বহুল প্রেজেন্টেশন শুরু করেন।
আলোচনার মূল বিষয় বস্তু ছিল, কিভাবে PLAB এক্সাম দিয়ে ইউকে এর বিভিন্ন জায়গায়, বিশেষ ট্রেনিং এ যাওয়া যায় এবং MRCGP বিষয়ক। উপস্থাপনার মাঝে, ডা. মাহিবুর রহমান, পরীক্ষায় আসে এমন কিছু প্রশ্ন নমুনা তুলে ধরেন। মূলত, সুন্দর উপস্থাপনার মাধ্যমে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পদক্ষেপ সম্পর্কে, সম্পূর্ন একটি গাইডলাইন তুলে ধরতে পেরেছেন।
প্রেজেন্টেশন শেষে, সরাসরি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অনেক প্রশ্ন জমা হয় এবং সেমিনারের কি-স্পিকার, প্রতিটি প্রশ্নেরই বিষদ উত্তর দেয়ার চেষ্টা করেছেন। অনুষ্ঠান শেষে ডা. মাহিবুর রহমান, সময় নিয়ে আগ্রহীদের সাথে সরাসরি কথা বলেন এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
সেমিনারে অসামান্য উপস্থাপনার জন্য, ডা. মাহিবুর রহমান’কে প্ল্যাটফর্মের তরফ থেকে, ক্রেষ্ট প্রদান করেন, সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সভাপতি ডা. নিলয় শুভ। মঞ্চে উপিস্থিত ছিলেন, প্ল্যাটফর্মের ফাউন্ডার ডা. আহমেদুল হক কিরন, সাধারন সম্পাদক ফারিজ শেখ, এবং নওমি নূর, ডা. ফয়সাল নাহিদ, ডা. ফেরদৌস রহমান সহ আরো অনেকে।
উল্লেখ্য বিরতির সময়ে, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে অংশগ্রহন স্বরুপ সার্টিফিকেট প্রদান করেন আয়োজকরা। পরবর্তীতে উপদেষ্টা, ডা. ফেরদৌস রহমান এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
পুরো সেমিনারটি পরিচালনার সাথে জড়িত ছিলেন, ডা. কিরন, ডা. আদনান, ডা. নিলয়, ডা. ফয়সাল, ডা. হাফিজ, নওমি, বাবন, মুন সহ প্লাটফর্ম কার্যকরি পরিষদের সাধারন সম্পাদক ফারিজ, প্ল্যাটফর্ম এক্টিভিষ্ট মৌ, রুনা, রাতুল, নাসিব, রাকিব এবং প্ল্যাটফর্ম গ্রীনলাইফ ইউনিটের আফরা, তাহমিদ, নুসরাত, তাজিবা, অরনি, প্রভা, ঐশী, প্রমি, সুহালা, তানিশা, আমান, তাশফিক, নিয়াফ, সুবহানা।
প্ল্যাটফর্ম আয়োজিত ইউকে মেডিকেল ক্যারিয়ার সেমিনারের অফিসিয়াল পার্টনার ছিল, সিমুড ইভেন্টস, যারা পুরো অনুষ্ঠানটি ভিডিও এবং ক্যামেরা বন্ধী করেছেন।
সেমিনার শেষে, অংশগ্রহণকারী চিকিৎসা শিক্ষার্থী ও চিকিৎসক, সেমিনারে বিভিন্ন কার্যকরী দিক নির্দেশনা মূলক তথ্যের জন্য এবং সংগঠিত আয়োজনের জন্য, আয়োজকদের প্রশংসা ও ধন্যবাদ জানিয়েছেন।