প্ল্যাটফর্ম নিউজ, ৫ সেপ্টেম্বর, ২০২০, শনিবার
প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশন কর্তৃক আয়োজিত ‘প্ল্যাটলাস আর্ট কন্টেস্ট’ এর প্রথম পর্বের বিজয়ী ঘোষণা করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর (শুক্রবার), প্রতিযোগিতার তিনজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
গত ১৪ আগস্ট, মেডিকেল এবং ডেন্টাল পড়ালেখার গুরুত্বপূর্ণ চিত্র নিয়ে প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশন শুরু করে ‘প্ল্যাটলাস আর্ট কন্টেস্ট’। এটি একটি চলমান প্রতিযোগিতা, যার প্রথম পর্বের বিষয় নির্ধারিত হয় ‘Brachial Plexus’। ‘প্ল্যাটলাস আর্ট কন্টেস্ট’ এর সকল পর্বের বিজয়ীদের নিয়ে প্রকাশিত হবে বাংলাদেশের নিজস্ব ও প্রথম ‘Anatomy Atlas’।
বিচারক মন্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী এবং জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত তিনজন বিজয়ী হলেনঃ
প্রথম: ফারহানা লিমা
আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ
সেশনঃ ২০১৬-১৭
দ্বিতীয়: হুমাইরা খুশনুদ ইরিন
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ
সেশনঃ ২০১৬-১৭
তৃতীয়: ডা. এস এম এ বাসরী তালুকদার
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ
সেশনঃ ১১৯৬-৯৭
প্রতিযোগিতার বিজয়ীদের প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
ফলাফলঃ