গত ১৯ শে মে বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন ‘প্ল্যাটফর্ম ‘ এর আয়োজনে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো-ওয়ার্কশপ অন ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন। বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ওয়ার্কশপটি শুরু হয় বিকেল ৩টায়। ওয়ার্কশপের বক্তারা ছিলেন – এসোসিয়েট প্রফেসর ডা. রতিন মন্ডল (রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ), প্রফেসর মঞ্জুরুল আলম স্যার (বি,এস,এম,এম,ইউ), ড. নাজমুল হাসান (চীফ অপারেটিং অফিসার,ডা.সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ) ও প্ল্যাটফর্ম এর ফাউন্ডার মোহিব নীরব। বক্তারা বেসিক কন্সেপ্টস অফ ব্লাড প্রেসার, ব্লাড প্রেসারের উপর বিভিন্ন সমীক্ষা, স্নোরিং এন্ড স্লিপ এপনিয়া, অবেসিটির মত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভোকাল ও ভিডিও প্রেসেন্টেশান পারটিসিপেন্টদের সামনে উপস্থাপন করেন। তাছাড়াও পারটিসিপেন্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত এর জন্য কোয়েশ্চেন -আন্সার সেশন অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপ শেষে পারটিসিপেন্টদের প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও একই দিনে প্ল্যাটফর্ম এর অন্য দুটো ইভেন্ট -‘ প্ল্যাটফর্ম -কল ফর ডিজাইনারস’ (Platform-call for designers’) এবং ‘ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে অনলাইন পোস্টার কম্পিটিশন’ এর বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটিতে ‘হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ’ এর প্রতিনিধি তারেক চৌধুরি কে প্ল্যাটফর্ম এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে হিমোফিলিয়া নিয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সাথে কাজ করার ঘোষণা দেয় প্ল্যাটফর্ম। সেই সাথে অসচ্ছ্বল হিমোফিলিয়া রোগীদের পাশে দাড়ানোর জন্য ডাক্তার সমাজ ও বিত্তবান মানুষদের প্রতি আহবান জানানো হয়। ওয়ার্কশপটির সার্বিক সহযোগিতায় ছিলো – ডক্টরোলা( doctorola.com) এবং সিমুড, ,রংপুর হাইপারটেনশন রিসার্চ সেন্টার, একমি ফার্মাসিটিক্যালস, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, রেডিও পার্টনার : পিপলস রেডিও
নিউজ লিখেছেন- সাবরিনা আব্বাস