কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে লক-ডাউনে সারাদেশের মানুষ যখন ঘরে বসে নিজেদের নিরাপত্তা বিধান করছেন ঠিক তখনি আমাদের দেশের ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা ঢাল তলোয়ার ছাড়াই এই মহামারীর সাথে মহাযুদ্ধে লিপ্ত হয়েছেন।
তাদের এই যুদ্ধেরই সহযোদ্ধা Platform PPE Bank.
Platform-PPE Bank এর উদ্দোগে আজ ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল, রংপুর এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শ্রদ্ধেয় চিকিৎসকবৃন্দকে মোট ১৬০টি “N95 মাস্ক” প্রদান করা হয়।
এতে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল, রংপুর-এর পক্ষে ৮০টি N95 মাস্ক গ্রহণ করেন :
ডা.এস.এম নুরুন নবী
সুপারিন্টেনডেন্ট
ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল,রংপুর।
এবং রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর পক্ষে ৮০টি N95 মাস্ক গ্রহণ করেন :
ডা.মাহফুজার রহমান
উপাধ্যক্ষ ও অধ্যাপক,মেডিসিন বিভাগ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
ডা. শাহ্ মোঃ সরওয়ার জাহান
অধ্যাপক, মেডিসিন বিভাগ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
ও
ডা. মোঃ আবুল কালাম আজাদ
সহকারি অধ্যাপক, মেডিসিন বিভাগ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
মাস্কগুলো ডিস্ট্রিবিউশনে সহোযোগিতা করে প্ল্যাফর্মের কয়েকজন এক্টিভিস্ট দুর্জয় কুমার রায়, ওয়াসিফ হোসেন, হাসান রহমান সজিব, আলমগির কবির ও মিনহাজুল কাদির।
হেরে যাক মহামারী, জিতে যাক চিকিৎসক বৃন্দের এই যুদ্ধ।