প্ল্যাটফর্ম নিউজ, ২৪শে জুলাই ২০২০, শুক্রবার
বাংলাদেশে প্রথমবারের চিকিৎসকদের ভলান্টারি সংগঠন ‘প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’ এবং বুয়েটিয়ানদের চ্যারিটি সংগঠন ‘অঙ্কুর ইন্টারন্যাশনাল’- এর যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা “সাড়া”। আগামী ২৬ শে জুলাই (রবিবার) সকাল ৮ টা থেকে এই ফ্রি টেলিমেডিসিন চিকিৎসা সেবা প্রদান শুরু হবে।
প্ল্যাটফর্ম সূচনালগ্ন থেকেই স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সবসময় চিকিৎসকদের অধিকার আদায় এবং চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সহায়ক নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এক্ষেত্রে প্ল্যাটফর্মের সাথে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন যুক্ত হয়েছে চিকিৎসকবান্ধব নানা কাজে। তারই ধারাবাহিতায় এবার জনসাধারণের জন্য প্ল্যাটফর্ম এবং অঙ্কুর ইন্টারন্যাশনাল- এর যৌথ উদ্দ্যেগে “সাড়া” নামক ফ্রি টেলিমেডিসিন সেবার পরিকল্পনা করা হয়। এ প্রজেক্টটিতে আরও সহযোগিতা প্রদান করছে ‘বিনির্মান টেকনোলজিস’ এবং ‘সংযোগ’। গত ২৩ শে জুলাই “সাড়া” অনলাইন সার্ভিসের লঞ্চিং নিয়ে সংবাদ সম্মেলন হয়, যেখানে উপস্থিত ছিলেন- ‘প্ল্যাটফর্ম’ এর প্রতিষ্ঠাতা ডা. মোহিবুর হোসেন নিরব, সহ-প্রতিষ্ঠাতা ডা. শেখ আহমেদুল হক কিরণ, ‘অঙ্কুর ইন্টারন্যাশনাল’ এর পক্ষ থেকে প্রকৌশলী সায়েস্তাগির চৌধুরী, প্রকৌশলী কানিজ ফাতেমা এবং প্রকৌশলী ফাহমিদা খাতুন, ‘সংযোগ’ হতে প্রকৌশলী আহমেদ জাভেদ জামাল এবং প্রকৌশলী সিজার, ‘বিনির্মান টেকনোলজিস’ এর পক্ষ থেকে প্রকৌশলী সৈয়দ ইমতিয়াজ আহমেদ।
মহামারি করোনার কারণে মানুষ বন্দীদশায় আটকে আছে। সংক্রমণের ভয়ে অনেকে হাসপাতাল বিমুখ, আবার জরুরী সেবা নিতে হাসপাতালমুখী হয়েও অনেকে মারত্মক ঝুঁকির মধ্যে পড়ছেন। দেশের এই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভিড় না করে ঘরে বসে ফ্রি টেলিমেডিসিন সেবার মাধ্যমে যেন সবাই কাঙ্ক্ষিত চিকিৎসা নিতে পারেন, এটাই “সাড়া” এর উদ্দেশ্য। টেলিমেডিসিন সেবার পাশাপাশি ফ্রি এম্বুলেন্স সার্ভিস এবং অন্যান্য সামাজিক সহযোগিতা করবে “সাড়া”। এখানে করোনার চিকিৎসা ছাড়াও অন্যান্য যে কোনো চিকিৎসাসেবা প্রদান করা হবে।
টেলিমেডিসিন সেবার হটলাইন নাম্বারটি হচ্ছে –
০৯৬১২৩০০৯০০।
এছাড়াও, যথাসম্ভব দ্রুত “সাড়া” একটি ভিডিওকল অ্যাপসের মাধ্যমে ভিডিওকলিং সার্ভিস চালু করতে যাচ্ছে।