মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের এক সহকারী অধ্যাপকের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার সহকারী অধ্যাপকের নাম মো: শাহীন জোদ্দার।
জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১ টার দিকে ফরিদপুরের বেসরকারি নার্সিং এর কয়েকজন ট্রেইনি তার উপর এ সন্ত্রাসী হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নার্সিংয়ের ইউনিফর্ম (জলপাই রঙ) পরিহিত কয়েকজন অস্ত্রসহ চিকিৎসকের উপর হামলে পড়ে এবং বেধড়ক মারধর করে।
পরবর্তীতে ডা. মো: শাহীন জোদ্দারকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয়। জরুরি অস্ত্রোপাচার সম্পন্ন হলেও তার অবস্থা এখনো আশংকাজনক।
বিষয়টি নিশ্চিত করেছে ফরিদপুর মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি মীর নূরে ইব্রাহীম শুভ। তার ভাষ্য, “আজকে দুপুর ১ টায় বেসরকারি নার্সিং এর ট্রেইনি কয়েকটা ছেলে আমাদের অর্থোপেডিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. শাহীন যোদ্দার স্যারের উপর সন্ত্রাসী হামলা চালায়।”
ঘটনার পর প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতালের পরিচালকের কার্যালয় ঘেরাও করে। এ-সময় পরিচালকের কার্যালয়ে ফমেকের শিক্ষকবৃন্দ, ফরিদপুর জেলার পুলিশ সুপারও উপস্থিত ছিলেন। পরবর্তীতে শিক্ষার্থীরা আলোচনা শেষে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে আগামীকাল সকাল ১০ টা পর্যন্ত সময় বেঁধে দেয়।
পাশাপাশি হাসপাতালে বেসরকারি নার্সিং এর ট্রেইনিং বাদ দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
আগামীকাল ১০ টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও হাসপাতালে স্থায়ীভাবে পুলিশ প্রটেকশন নিশ্চিত না করলে ফমেকের সকল চিকিৎসকদের সম্মিলিত কর্মবিরতির ঘোষণা দেয়া হয়।
প্ল্যাটফর্ম/