প্ল্যাটফর্ম নিউজ, শনিবার। ১৮ এপ্রিল, ২০২০
দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।
ফরিদপুরে ইতোমধ্যেই করোনার সংক্রমণ ঘটেছে বেশ কয়েকদিন পূর্বেই। জেলাটিতে নতুন করে দুইজনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এই দুইজনসহ ফরিদপুরে এখন পর্যন্ত মোট চারজনের করোনা ভাইরাস শনাক্ত হলো।
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান। তার ভাষ্যমতে, “নতুন করে যে দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তাঁদের একজনের বাড়ি নগরকান্দা উপজেলায়। তিনি একজন নারী। তাঁর বয়স ৩২ বছর। অপরজনের বাড়ি বোয়ালমারী উপজেলায়। ওই ব্যক্তির বয়স ৪৭ বছর। এর আগে যে দুজনের করোনা শনাক্ত হয়, তাঁদের বাড়ি নগরকান্দায়। ঐ সময় ঐ বাড়িসহ আশেপাশের ৯টি বাড়ি লকডাউন করা হয়। পরে নগরকান্দা উপজেলা লকডাউন করা হয়।”
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, “নগরকান্দায় নতুন করে কিছু করণীয় নেই। যিনি আক্রান্ত হয়েছেন, তাঁর স্বামী আগে আক্রান্ত হয়েছেন। আর বোয়ালমারীর আক্রান্ত ব্যক্তি কাদের সঙ্গে মিশতেন, কোথায় কোথায় যেতেন- তা চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সে অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে, নিজগৃহে অবস্থান করেই সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব।
নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়