প্ল্যাটফর্ম নিউজ, ২৬শে আগস্ট, ২০২০, বুধবার
গত ২৫ শে আগস্ট, ২০২০, মঙ্গলবার ফেনী জেলার স্বাস্থ্য বিভাগ ও বিএমএ’র আয়োজনে প্রয়াত সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের নামে একটি মিলনায়তন উদ্বোধন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত শতাধিক চিকিৎসক মারা গিয়েছেন। তাঁরই একজন ছিলেন ফেনীর প্রয়াত সিভিল সার্জন আমাদের ফেনীর কৃতি সন্তান ডা. সাজ্জাদ হোসেন। গত ৭ই জুলাই মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাঁরই স্মরণে আজ মঙ্গলবার তাঁর নামানুসারে ফেনির বিএমএ মিলনায়তনের নামকরণ করা হয়। পূর্বের ফেনী ডক্টরস ক্লাবকে এখন পরিবর্তন করে ‘ডা. সাজ্জাদ মিলনায়তন’ করা হয়েছে। উক্ত মিলনায়তনের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।
এছাড়াও বিএমএ ফেনী জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী ও জনস্বাস্থ্য পুষ্টির পরিচালক ডা. মোশাররফ হোসেন দেওয়ান।
তাছাড়া বিএমএ ফেনীর সাধারণ সম্পাদক ডা. বিমল চন্দ্র দাসের সার্বিক সমন্বয়ে বক্তব্য রাখেন বিএমএ ফেনীর সহ-সভাপতি ডা. কৃষ্ণপদ সাহা, ফেনী জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা, ফেনী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএস আর মাসুদ রানা।
সবশেষে ডা. সাজ্জাদ মিলনায়তনের নামফলক উন্মোচন করার মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।