বিগত ৪ জুলাই ২০১৬ ইং , ২৮ রমযান ফেনীর অতিথি রেস্টুরেন্ট-এ প্রথম ইফতার আয়োজনের মধ্য দিয়ে ফেনী জেলার মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের নিয়ে সংগঠন হিসেবে যাত্রা শুরু করলো “ফেনী মেডিকেল স্টুডেন্টস এন্ড ডক্টরস এ্যাসোসিয়েশন (এফ এম এস ডি এ)” ।
দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এমবিবিএস ও বিডিএস-এ অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষানবিশ চিকিৎসক ও বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক যাঁদের বাড়ি ফেনী জেলায় তাঁদের নিয়েই মূলত গঠিত ফেনীর এই অরাজনৈতিক সংগঠন ।
উক্ত ইফতার আয়োজনে হবু ও বর্তমান চিকিৎসক মিলে উপস্থিতি ছিলো একষট্টি জন।
ভবিষ্যতে আরও সেবামূলক কাজে নিজ জেলার সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানো, নিজ জেলার ডাক্তার, মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করা এবং গেট টুগেদারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা, গরীব এবং অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা করা ও শীতবস্ত্র প্রদান … মূলত নিজ জেলার মানুষের প্রতি দ্বায়বদ্ধতার কথা মাথায় রেখে – বাংলাদেশের অন্যান্য বড় সংগঠন গুলোর সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়াই হলো এই সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।
সংগঠক হিসেবে আরও ভুমিকা পালন করেন ইবনে সিনা মেডিকেল কলেজ এর শিক্ষার্থী মারেফুল ইসলাম মাহী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এর চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী মীর শওকত নেওয়াজ নিরব ও একই মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় পেশাগত পরীক্ষার্থী আবুল হাসেম রায়হান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইমাম হোসাইন মামুন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল এর ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম ফয়সাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর বিডিএস চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী মো: নূরুল আফছার রাজু, বাংলাদেশ মেডিকেল কলেজের শিক্ষার্থী-এমবিবিএস দ্বিতীয় পেশাগত পরীক্ষার্থী কানিজ ফাতেমা নিশি , সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী নাবিলা নাজরীন ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী – এমবিবিএস দ্বিতীয় পেশাগত পরীক্ষার্থী মোহাম্মদ আরাফাত।
Raihan Abül Hasêm