ইন্ডিয়ান চেস্ট সোসাইটির অফিসিয়াল জার্নাল ‘লাঙ ইন্ডিয়া’র সম্পাদকীয় পরিষদে (ফরেন) সদস্য হয়েছেন বাংলাদেশের ডা. মোহাম্মদ আজিজুর রহমান।
তিনি বেসরকারি একটি হাসপাতাল ও মেডিকেল কলেজের রেসপাইরেটোরি মেডিসেন বিভাগের সহযোগী অধ্যাপক।এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের জার্নাল অব পালমোনারি ও রেসপাইরোটরি মেডিসিনেরও আন্তর্জাতিক সদস্য।
মূলত, ‘লাঙ ইন্ডিয়া’ ১৯৮২ সালের ৭ই ৭ ফেব্রুয়ারি তাদের যাত্রা শুরু করে। এর লক্ষ্য গবেষণা প্রতিবেদন, সাম্প্রতিক সময়ের বিশ্বব্যাপী চিকিৎসা পদ্ধতি সম্পর্কিত অগ্রগতির খবর প্রকাশ ও চিকিৎসকদের একত্রিত করে দ্রুত যোগাযোগ নিশ্চিত করা।এছাড়াও এই ম্যাগাজিনে পালমোনোলজি, রেসপাইরেটোরি মেডিসিন, থোরাসিক সার্জারি, লাঙ ডিজিজ (ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ, অ্যাকিউট বক্ষব্যাধি ইঞ্জুরি, অ্যাকিউট রেসপাইরেটোরি থেরাপি) ইত্যাদি সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
বাংলাদেশ থেকে ডা. আজিজুর রহমান বিশ্বের অন্যতম বক্ষব্যাধি সোসাইটি লাঙ ইন্ডিয়ার আন্তর্জাতিক এডিটোরিয়াল বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া এ পদে বিশ্বের বিভিন্ন দেশের ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার লাঙ ইন্ডিয়ার এডিটোরিয়াল বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। ডাক্তার আজিজুর রহমানের এই অর্জনের মাধ্যমে বাংলাদেশে বক্ষব্যাধি চিকিৎসক ও রোগীরা উপকৃত হবেন বলে সকলেই আশা রাখছেন।
লাঙ ইন্ডিয়ার এডিটোরিয়াল বোর্ডের সদস্য নির্বাচিত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে ডা. আজিজুর রহমান বলেন, গত নভেম্বরে লাঙ ইন্ডিয়া আমাকে আন্তর্জাতিক এডিটোরিয়াল বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত করেন। যা আমার জন্য সম্মানজনক প্রাপ্তি। কারণ, আমাদের পাশ্ববর্তী দেশ ভারত চিকিৎসা খাতে খুবই অগ্রসর ও উন্নতি সাধন করেছে। দেশটির বক্ষব্যাধি চিকিৎসকদের সবচেয়ে বড় ও মানসম্মত ম্যাগাজিন লাঙ ইন্ডিয়ার আন্তর্জাতিক সদস্য পদে বিশ্বের দশটি দেশের বিশেষজ্ঞ চিকিসকদের নির্বাচিত করা হয়। আমি এই ম্যাগাজিনের ১০ম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি।
তিনি বলেন, বক্ষব্যাধি শ্বাসতন্ত্র সংক্রান্ত রোগ এবং এর চিকিৎসা পদ্ধতি ও গবেষণা সম্পর্কেজানা যায় এই ম্যাগাজিনের মাধ্যমে। ফলে আমি মনে করি আমার ব্যক্তিগত উৎকর্ষ সাধনসহ বাংলাদেশের বক্ষব্যাধি চিকিৎসকদের পেশাগত উৎকর্ষ সাধন ও রোগীদের জন্য উন্নত সেবার দরজা আরও প্রসারিত হবে।
সুত্র ঃ বিবিসি বার্তা