সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩ দিনের মধ্যে পদায়িত কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ ফেব্রুয়ারি এক চিঠিতে এ আদেশ দেয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ এ, বি, এম আবু হানিফ।
চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রমূলে এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারীকৃত বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে বদলি/পদায়িত কর্মকর্তা গণকে তাদের পদায়িত কর্মস্থলে অতিসত্তর আগামী ৩ কর্ম দিবসের মধ্যে যোগদানের জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।
অন্যথায়, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারীকৃত আদেশে যোগদান না করা কর্মকর্তাগনের বিরুদ্ধে প্রশাসনিক ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এতে মহাপরিচালক মহোদয়ের সদয় সম্মতি রয়েছে – বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।
প্ল্যাটফর্ম/এমইউএএস