শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫
আজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী। বর্ণাঢ্য আয়োজনে প্রায় সাড়ে তিন হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থীর সমাগমে উদযাপিত হচ্ছে এসএসএমসি (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ডে-২০২৫। ইতিমধ্যে রেজিস্ট্রেশন কিট বিতরণ সম্পন্ন হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন শেষে চলছে পিঠা উৎসব।
এবারের এসএসএমসি ডে’র আয়োজন উৎসর্গ করা হয়েছে জুলাই আন্দোলনের ছাত্রজনতাকে। তাদের আত্মত্যাগকে স্মরণ করে স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মুক্তির নিঃশ্বাসে, আনন্দ উচ্ছ্বাসে মিলবো সবাই হৃদয়ের ক্যাম্পাসে’।
এসএসএমসি ডে ২০২৫-এর আয়োজক কমিটির সদস্য সচিব ডা. জালাল উদ্দিন মো. রুমির তত্ত্বাবধানে তৈরি করা হয় অনুষ্ঠানসূচী। সূচী অনুযায়ী সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় রেজিস্ট্রেশন কিট বিতরণ। সকাল ৮টা থেকে চলছে পিঠা উৎসব। এই সময়ের মধ্যে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পরবর্তীতে সকাল সোয়া ৯টা থেকে আরম্ভ হয়েছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ক্যাম্পাস আড্ডার আয়োজন। বেলা ১১টায় শুরু হবে আনন্দ শোভাযাত্রা। সাড়ে ১১টায় কাটা হবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে ক্যাম্পাস নিয়ে স্মৃতিচারণ এবং সাবেক বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে রম্য বিতর্ক আয়োজন। দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত নামাজ ও দুপুরের খাবারের বিরতি। আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল ৫টায় র্যাফেল ড্র এবং কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে জনপ্রিয় দুটি ব্যান্ডের উপস্থিতিতে কনসার্ট।
গত ৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছিল আয়োজক কমিটি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ঢাকা মেডিকেল স্কুল নাম নিয়ে ১৮৭৫ সালের ১৫ই জুন যাত্রা শুরু করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। পরবর্তীতে ঢাকা বিভাগের ডিসি ডব্লিউ. আর. লারমিনি ১৮৮৭ সালের এপ্রিলে একাডেমিক বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ১৮৮৯ সালের সেপ্টেম্বরে বাংলার গভর্নর স্যার স্টুয়ার্ট কলভিন এটি উদ্বোধন করেন। প্রায় ১৬ জন স্থানীয় রাজা ও দাতাদের সহায়তায় ১৮৮৯ সালে মেডিকেল স্কুলের বিল্ডিং প্রতিষ্ঠিত হয়।
১৮৮৯ সালে প্রথম বছরেই প্রায় ৩৮৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। পরবর্তীতে ১৯৬২ সালে এটি মেডিকেল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং নবাব পরিবারের দানশীলতার স্বীকৃতিস্বরূপ মেডিকেল কলেজটির নাম রাখা হয় নবাব স্যার সলিমুল্লাহর নামানুসারে।
১৯৭২ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রথম পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হিসেবে যাত্রা শুরু করে এবং পরের বছর ১৯৭৩ সালের ৮ই ফেব্রুয়ারি এমবিবিএস ডিগ্রীর জন্য প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়। এজন্যই ৮ই ফেব্রুয়ারিকে এসএসএমসি ডে হিসেবে উদযাপন করা হয়।
প্ল্যাটফর্ম/