বর্ণীলভাবে পালন হলো icddr,b Day

1

বিনামূল্যে কলেরা ও ডায়রিয়া রোগের চিকিৎসা এবং গবেষণা করার বিশেষ উদ্দেশ্যে নিয়ে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ অব বাংলাদেশ হাসপাতালে আজ ৩০ মার্চ ” আইসিডিডিআরবি ডে ২০১৭” পালন করা হয়।
FB_IMG_1490874875246
বর্ণীল এই অনুষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কেক কেটে এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করেন।
FB_IMG_1490875075881
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডা, সুইডেন ও ইংল্যান্ড এর রাষ্ট্রদূত। এছাড়া আইসিডিডিআরবি এর চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন
FB_IMG_1490874890387
এ উপলক্ষে আইসিডিডিআরবি এর বিভিন্ন বিভাগ তাদের কর্মকাণ্ড নিয়ে জনসাধারণের দর্শনের জন্য স্টল দেয়। সাংস্কৃতিক আয়োজনে ফোক শিল্পী মমতাজ সহ আরো অনেক শিল্পী অংশগ্রহণ করেন।
FB_IMG_1490875103774
FB_IMG_1490875118568
সমগ্র ভারতীয় উপমহাদেশে একসময় কলেরা রোগের ব্যাপক বিস্তৃতি ঘটেছিল। মূলত এই প্রাণ সংহারক রোগকে মূলোৎপাটিত করার প্রত্যয়েই প্রথম এই গবেষণা প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপিত হয়। এই রোগের বিরুদ্ধে প্রথম কার্যকর পদক্ষেপ নেওয়ার কার্যকারণ সৃষ্টি হয়েছে ভিয়েতনাম যুদ্ধ সময়। সে সময় অর্থাৎ ১৯৫৬ সালে সমাজতন্ত্রের বিস্তার রোধকল্পে দক্ষিণ পূর্ব এশীয় চুক্তি সংস্থা (সিয়াটো) গঠিত হয় এবং এই সংস্থা এই এলাকায় যুদ্ধরত অ্যামেরিকান সৈন্যদের স্বাস্থগত নিরাপত্তার তাগিদে কলেরা গবেষণার একটি কাঠামো স্থাপনের জন্য সমর্থন জোগায়। এরই ফলশ্রুতিতে বাংলাদেশের ঢাকায় কলেরা গবেষণা প্রতিষ্ঠান স্থাপিত হয়। বাংলাদেশ যেহেতু তখন পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল তাই পাকিস্তান সরকার এবং সিয়াটোর যৌথ প্রকল্পের অধীনে ১৯৬০ সালে এই সংস্থার নাম রাখা হয় “পাকিস্তান কলেরা রিসার্চ ল্যাবরেটরি” (Pakistan Cohlera Research Laboratory)।
FB_IMG_1490875017824
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়ে যায় এবং পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামধারণ করে। এর পর কিছুদিন এর অবস্থা কিছুটা খারাপ থাকলেও অচিরেই আবার এর কার্যক্রম শুরু হয় এবং নাম পরিবর্তন করে শুধু “কলেরা রিসার্চ ল্যাবরেটরি” রাখা হয়। বাংলাদেশের বেশ কিছু উদ্যোগী বিজ্ঞানী এবং আন্তর্জাতিক কয়েকজন বিজ্ঞানীর একটি দল ১৯৭৮ সালে এই “কলেরা রিসার্চ ল্যাবরেটরিকে” একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে রুপ দেয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে। সরকার এ প্রস্তাবে সায় দেয় এবং জাতীয় সংসদের একটি অধ্যাদেশের মাধ্যমে একে একটি আন্তর্জাতিক গবেষণাগার হিসেবে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়। তখনই এর নাম পরিবর্তন করে বর্তমান নাম দেয়া হয়।

সংবাদদাতা: বনফুল

One thought on “বর্ণীলভাবে পালন হলো icddr,b Day

  1. ICDDR,B তে চিকিৎসকদের রিসার্চ এ নিয়োক কি করে হয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

মানব শরীরে জঙ্গী ও জঙ্গী বিরোধী অভিযান !

Fri Mar 31 , 2017
সম্প্রতি সিলেটে ঘটে যাওয়া জঙ্গী বিরোধী অভিযানের সাথে খুব সুন্দর উপমা দেয়া যায় ক্যান্সারের চিকিৎসায় immunotherapy এর ব্যাবহার কে!! আব্দুল্লাহ ভাই!! এসব কী বলেন?? তাহলে শুনো বৎস! তোমাকে কাহিনী বলে যাই। আমাদের দেশে যেরকম গর্ব করার মত দক্ষ, কৌশলী, সাহসী সেনাবাহিনী আছে, ঠিক তেমনি আমাদের প্রত্যেকের দেহের ভিতরে এক অদম্য […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo