লেখকঃ ডা. তাবলু আব্দুল হানিফ
বলেন তা কি হয়!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আমাদের এই চিকিৎসকসহ সবার জন্য খাস দিলে দোয়া করে দেন।
১৯৫২র ভাষা আন্দোলনে ১ম শহীদ মিনার, ৬০এর দশকের ছাত্র আন্দোলন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ-শহীদ আলীম, শহীদ ফজলে রাব্বী, ১৯৮০ এর দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলন, ৯০ এর গন অভ্যুথান শহীদ মিলন, জাতির পিতার চিকিৎসা, ১৯৭১ এ মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রীর মা হওয়া।
গ্রেনেড হামলা, মেনন, রানা প্লাজা, নিমতলী, আগুন সন্ত্রাস, মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া, তোহফা তহুরা, কুকুরে খাওয়া শিশু ফাইজা, বিভিন্ন জাতীয় দুর্যোগে- দূর্ঘটনায় আহত, প্রতিদিন শত শত অপারেশন, চার পাঁচ হাজার রুগীর সেবাদান।
আর করোনা রুগীদের সেবা দিবে না তা হয় না – বলেন তা কি হয়!
আজ শনিবার ২ মে থেকে করোনা রোগীদের ভর্তি ও সেবাদান শুরু। Virology বিভাগ ১ মাস আগে থেকেই সেবা দিচ্ছে!
আমাদের ৮০ জন চিকিৎসক, ৭০জন নার্স, ৭০জন স্বাস্হ্যকর্মীর সমন্বয়ে গঠিত A, B, C, D টিম শিফটিং ডিউটির মাধ্যমে proper PPE ব্যবহার করে একটানা ৭ দিন সেবা দিবেন, এরপর ১৪ দিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন। তারপর ৭দিন পরিবারের সাথে।
সবার বাসায় ছোট ছোট বাচ্চা, বয়স্ক বাবা-মা। খাস দিলে দোয়া করবেন যেন পরম করুনাময় সবাইকে হেফাজতে রাখেন এবং রোগীরাও সুস্হ হয়ে যান। সবাইকে আমাদের অতল ভালবাসা ও শুভ কামনা।
পুনশ্চ : তাদেরকে কাছাকাছি Hotel Intercontinental বা Sonargaon Pan Pacific এ কেন রাখা যায় নাই, তা আমি বলতে পারব না – সম্ভবত খালি ছিল না। তাই একটু দূরের আমার বাসার কাছের Hotel Regency!