প্ল্যাটফর্ম নিউজ, ২৯ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজধানীর বসুন্ধরা কোভিড হাসপাতালকে জরুরীভাবে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত জরুরিভিত্তিক লেখা এক চিঠিতে এ নির্দেশ জারী করা হয়। বসুন্ধরা গ্রুপের সঙ্গে সমোঝতা স্মারকও বাতিল ঘোষণা করার কথা উল্লেখ করা হয় চিঠিতে।
উল্লেখ্য, করোনা মহামারী মোকাবেলায় সহায়তার হাত বাড়াতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আহমেদ আকবর সোবহান তার “ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা” কনভেনশন সেন্টারকে করোনা উপযোগী হাসপাতালে রূপান্তরিত করার প্রস্তাব প্রদান করেন সরকারকে। সরকার সেই প্রস্তাবে সম্মতি প্রদান করার পর গত ১৭ই মে ২০০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের উদ্বোধন সম্পন্ন করা হয়। মোট ১৭২ চিকিৎসকগণ এই হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।