প্ল্যাটফর্ম নিউজ, ৬ মে, ২০২০, বুধবার
-
ডা. আফরিন সুলতানা সেতু
সিডনি, অস্ট্রেলিয়া
পুরনো কষ্টের দিন শেষ হবে
যেমন করে হেমন্তে
জীর্ণ পাতা ঝরে পড়ে
ঠিক সেইভাবে ক্লান্তি গুলো
একটু একটু করে বিদায় নেবে।
বেদনার জলে স্নান শেষে
নীড়ে ফিরে যাবে ছোট্ট চড়াই।।
আশার ভেলায় ভেসতে ভাসতে
ভোরের দেখা মিলবে;
চন্দ্রাহত এই ক্ষত বিক্ষত হৃদয়
আবার জোছনায় হাসবে।
-
হায় প্রিয় অগ্রগামী সৈনিক
ভয় পেয়ো না কখনো
এক যোদ্ধার হাতে একদিকে
রয়ে যাবে শত বাঁধার হাহাকার
আরেকদিকে বিজয়ের হাসি।
হাল ছেড়োনা কখনো
দুঃখ কষ্ট জরায় জর্জরিত হবে শরীর
তবু আশা বেঁচে থাকবে হৃদয় জুড়ে;
রাত শেষে আবার ভোর হবে
নতুন দিনের আলো ফুটবেই।