প্ল্যাটফর্ম নিউজ, ২৬শে আগস্ট, ২০২০, বুধবার
দন্ত চিকিৎসায় মার্কারি এর ক্ষতিকর প্রভাব বন্ধ করতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ও এসডো (এনভায়রনমেন্ট অ্যাণ্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) এর যৌথ উদ্যোগে সম্প্রতি আয়োজন করা হয় “মার্কারিমুক্ত দন্ত চিকিৎসার ক্যাম্পেইন”। তবে উক্ত ক্যাম্পেইনের জরিপ কার্যক্রম করোনা মহামারীর কারণে শুরুতে স্থগিত রাখা হলেও বর্তমানে বিকল্প হিসেবে অনলাইনের মাধ্যমে এর কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ ২৬শে আগস্ট, ২০২০ ইং তারিখ বুধবার বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ূন কবীর বুলবুল তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এ সম্পর্কে বার্তা দেন। মার্কারিমুক্ত জরিপ কার্যক্রমটিতে দন্ত চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণ করতে উৎসাহ প্রদান করেন তিনি। এ সময় উক্ত পোস্টের কমেন্ট সেকশনে ইমেইল এড্রেস প্রদান এবং পরবর্তীতে সেই প্রদানকৃত ই-মেইল এর মাধ্যমে জরিপে অংশগ্রহণ করে মার্কারিমুক্ত দন্ত চিকিৎসার ক্যাম্পেইনের সাথে থাকতে দেশের সকল দন্ত চিকিৎসকের প্রতি আহ্বান জানান তিনি।