ফলাফল নিচে ছবি আকারে প্রকাশিত হল ঃ
পিডিএফপেতে চাইলে এই লিঙ্কে গিয়ে দেখতে পারেনঃ http://www.joinbangladesharmy.army.mil.bd/sites/default/files/WRITTEN%20EXAM%20RESULT%2067TH%20DSSC-AMC&AEC.pdf
মেডিকেল ও ডেন্টাল নিউজ পোর্টাল
ফলাফল নিচে ছবি আকারে প্রকাশিত হল ঃ
পিডিএফপেতে চাইলে এই লিঙ্কে গিয়ে দেখতে পারেনঃ http://www.joinbangladesharmy.army.mil.bd/sites/default/files/WRITTEN%20EXAM%20RESULT%2067TH%20DSSC-AMC&AEC.pdf
গণহারে টিকাইছে..
Wait for final game now…
Then give some tips vaia..
আর্মি মেডিকেল কোরের রিটেন এক্সাম শেষ। সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই উত্তীর্ণ হবেন। উত্তীর্ণদের জন্য পরবর্তী ধাপ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। এটি আর্মড ফোর্সেস মেডিকেল ইন্সটিটিউটে হয়ে থাকে। (সিএমএইচের উল্টোদিকে) চিঠির মাধ্যমে পরীক্ষার তারিখ সময় জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষার জন্য কিছু টিপস। আরো কিছু মাথায় আসলে বা কেউ কিছু জানলে পোস্টে কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি। পোস্টে এড করে দিবো।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাঃ
১। উচ্চতা, ওজন, বুকের মাপ(২ ইঞ্চি সম্প্রসারন সহ), দৃষ্টি শক্তি, কালার ব্লাইন্ডনেস, হার্নিয়া বা হাইড্রোসিল, পাইলস, ফ্ল্যাট ফুট, নক নি, স্কিন ডিজিস, শ্রবণ ক্ষমতা বা কানের পর্দা, রক্তচাপ, পালস রেট, সাধারণত এই কয়েকটি পরীক্ষা করা হয়ে থাকে।
২। জ্বি, সত্যই শুনেছেন। আপনার প্রাইভেট পার্ট এক্সাম করা হবে। হার্নিয়া বা হাইড্রোসিল এবং পাইলসের পরীক্ষার জন্য এটি ছাড়া উপায় নাই। সুতরাং সেই অনুযায়ী ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রেখে যাবেন।
৩। কানের ময়লা অবশ্যই পরিষ্কার করে যাবেন। ময়লার কারনে কানের পর্দা দেখা না গেলে আপনাকে ফেরত পাঠাবে পরিষ্কার করে আবার এক্সাম দেবার জন্য। পরীক্ষার্থির সংখ্যা অনেক বেশি। একজনের পেছনে এত সময় নাও দিতে পারে।
৪। পরীক্ষার আগেই কিছু ওজন কমাবার চেষ্টা করে দেখুন। অফিসিয়ালি ৫ পাউন্ড অবধি কনসিডার করে থাকে।
৫। পরীক্ষার দিন কারো কারো রক্তচাপ বেশি থাকে। এক্সামের টেনশনের কারনে হতে পারে। এটির কারণে বাদ পড়তে পারেন। রক্তচাপ কম রাখার জন্য কি করা লাগবে বা ওষুধ খাওয়া লাগবে অভিজ্ঞদের পরামর্শ নিন।
৬। মেডিকেল কোরে দৃষ্টি শক্তির জন্য খুব একটা ঝামেলা করেনা। তবে -২.৫ এর বেশি গ্লাস হলে ল্যাসিক করাতে বলবে ফাইনাল সিলেকশনের আগে।
৭। আপনার যদি নক নি থাকে, তবে হাইড করার চেষ্টা করে লাভ নেই। যতই পা বাঁকিয়ে দাঁড়াবার চেষ্টা করুন না কেন। ধরা পড়ে যাবেন। খামোখা ইম্প্রেশন খারাপের কি দরকার।
মৌখিক পরীক্ষাঃ
১। যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে যাবার চেষ্টা করুন। চুল বড় হলেও সমস্যা নাই তবে আউলা চুলে না যেয়ে একটু চিরুনি লাগান।
২। এখন যেহেতু গরমকাল, পোষাক হিসেবে শার্ট প্যান্ট কালো শু পড়ে যেতে পারেন। টাই পড়লে ভাল। না পড়লেও সিলেক্ট হবেন না এমন কোন কথা নাই। তবে জিন্স টি শার্ট ছাপড়া শার্ট না পড়া উত্তম।
৩। অতিরিক্ত স্মার্টনেস শো করার প্রয়োজন নাই। কোন প্রশ্নের উত্তর জানা না থাকলে বানিয়ে উত্তর দেবার চেষ্টা করবেন না। যারা আপনার এক্সাম নিবে সবাই বিশাল অভিজ্ঞ স্যার। সুতরাং সরাসরি “স্যরি স্যার , অ্যাই ক্যান্ট রিকালেক্ট” এইভাবে জানিনা বলে দিবেন। উত্তর না জানা বা না পারা মাইনাস পয়েন্ট না।
৪। মৌখিক পরীক্ষায় ইংরেজিতে উত্তর দেবার চেষ্টা করবেন।
৫। আপনার নিজের সম্পর্কে বলতে বলা হতে পারে। কি কি বলবেন আগেই গুছিয়ে নিন।
৬। কোন সাব্জেক্টে পড়তে চান, এটি জানতে চেয়ে সেই সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে। সুতরাং নিজের পছন্দের সাবজেক্ট সম্পর্কে জানুন।
৭। সাম্প্রতিক বিশ্বে বা দেশে ঘটে যাওয়া বিষয় সম্পর্কে জানতে চাওয়া হতে পারে। পত্রিকা বা নিউজের দিকে খেয়াল দিন। তবে কোন দলীয় বা আদর্শিক মতামত দেবার চেষ্টা করবেন না।
৮। সালাম দিয়ে ঢুকবেন ভাইভা বোর্ডে। হুট করে যেয়ে বসে যাবেন না, বসতে বললে বসবেন, চলে যেতে বললে সালাম দিয়ে বের হয়ে আসবেন। পা নাচাবেন না, আঙ্গুল ফুটাবেন না।
৯। স্পষ্ট এবং কিছুটা জোরে কথা বলবেন। আপনার কথা যেন রুমের কারো শুনতে সমস্যা না হয়।
আপাতত এটুকুই। আরো কিছু মাথায় আসলে বা কমেন্টে পেলে পোস্টে যোগ করা হবে। সবার জন্য শুভকামনা।
কার্টেসি: শামস ভাই
Rezina Tillottoma pore dekh. Kaje dibe
কাউরেই তো বাদ দেয় নাই।সবাইকেই টিকাইসে,ক্যাম্নে কি ?
ভাই এরপরে দেখেন না…গজব তো সামনে
আমি নাই,আমার ওয়াইফের হইসে,ভাইভা ফার্স্ট দিনেই
what type of gojob vai Farhad Kamal 😀
preli heath chckup…viva…issb…er vitor to bohu ksu….r ksu lge bhai
পিকচার অভি বকি হায় … দেক্তি যেও :p
medical checkup সম্পর্কে কেউ কিসু বলতে পারেন । কি সমস্যা থাকলে বাদ পড়তে পারে।
Ziaur Rahman
মাহরুফ নজরুল
আর্মি মেডিকেল কোরের রিটেন এক্সাম শেষ। সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই উত্তীর্ণ হবেন। উত্তীর্ণদের জন্য পরবর্তী ধাপ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। এটি আর্মড ফোর্সেস মেডিকেল ইন্সটিটিউটে হয়ে থাকে। (সিএমএইচের উল্টোদিকে) চিঠির মাধ্যমে পরীক্ষার তারিখ সময় জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষার জন্য কিছু টিপস। আরো কিছু মাথায় আসলে বা কেউ কিছু জানলে পোস্টে কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি। পোস্টে এড করে দিবো।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাঃ
১। উচ্চতা, ওজন, বুকের মাপ(২ ইঞ্চি সম্প্রসারন সহ), দৃষ্টি শক্তি, কালার ব্লাইন্ডনেস, হার্নিয়া বা হাইড্রোসিল, পাইলস, ফ্ল্যাট ফুট, নক নি, স্কিন ডিজিস, শ্রবণ ক্ষমতা বা কানের পর্দা, রক্তচাপ, পালস রেট, সাধারণত এই কয়েকটি পরীক্ষা করা হয়ে থাকে।
২। জ্বি, সত্যই শুনেছেন। আপনার প্রাইভেট পার্ট এক্সাম করা হবে। হার্নিয়া বা হাইড্রোসিল এবং পাইলসের পরীক্ষার জন্য এটি ছাড়া উপায় নাই। সুতরাং সেই অনুযায়ী ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রেখে যাবেন।
৩। কানের ময়লা অবশ্যই পরিষ্কার করে যাবেন। ময়লার কারনে কানের পর্দা দেখা না গেলে আপনাকে ফেরত পাঠাবে পরিষ্কার করে আবার এক্সাম দেবার জন্য। পরীক্ষার্থির সংখ্যা অনেক বেশি। একজনের পেছনে এত সময় নাও দিতে পারে।
৪। পরীক্ষার আগেই কিছু ওজন কমাবার চেষ্টা করে দেখুন। অফিসিয়ালি ৫ পাউন্ড অবধি কনসিডার করে থাকে।
৫। পরীক্ষার দিন কারো কারো রক্তচাপ বেশি থাকে। এক্সামের টেনশনের কারনে হতে পারে। এটির কারণে বাদ পড়তে পারেন। রক্তচাপ কম রাখার জন্য কি করা লাগবে বা ওষুধ খাওয়া লাগবে অভিজ্ঞদের পরামর্শ নিন।
৬। মেডিকেল কোরে দৃষ্টি শক্তির জন্য খুব একটা ঝামেলা করেনা। তবে -২.৫ এর বেশি গ্লাস হলে ল্যাসিক করাতে বলবে ফাইনাল সিলেকশনের আগে।
৭। আপনার যদি নক নি থাকে, তবে হাইড করার চেষ্টা করে লাভ নেই। যতই পা বাঁকিয়ে দাঁড়াবার চেষ্টা করুন না কেন। ধরা পড়ে যাবেন। খামোখা ইম্প্রেশন খারাপের কি দরকার।
মৌখিক পরীক্ষাঃ
১। যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে যাবার চেষ্টা করুন। চুল বড় হলেও সমস্যা নাই তবে আউলা চুলে না যেয়ে একটু চিরুনি লাগান।
২। এখন যেহেতু গরমকাল, পোষাক হিসেবে শার্ট প্যান্ট কালো শু পড়ে যেতে পারেন। টাই পড়লে ভাল। না পড়লেও সিলেক্ট হবেন না এমন কোন কথা নাই। তবে জিন্স টি শার্ট ছাপড়া শার্ট না পড়া উত্তম।
৩। অতিরিক্ত স্মার্টনেস শো করার প্রয়োজন নাই। কোন প্রশ্নের উত্তর জানা না থাকলে বানিয়ে উত্তর দেবার চেষ্টা করবেন না। যারা আপনার এক্সাম নিবে সবাই বিশাল অভিজ্ঞ স্যার। সুতরাং সরাসরি “স্যরি স্যার , অ্যাই ক্যান্ট রিকালেক্ট” এইভাবে জানিনা বলে দিবেন। উত্তর না জানা বা না পারা মাইনাস পয়েন্ট না।
৪। মৌখিক পরীক্ষায় ইংরেজিতে উত্তর দেবার চেষ্টা করবেন।
৫। আপনার নিজের সম্পর্কে বলতে বলা হতে পারে। কি কি বলবেন আগেই গুছিয়ে নিন।
৬। কোন সাব্জেক্টে পড়তে চান, এটি জানতে চেয়ে সেই সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে। সুতরাং নিজের পছন্দের সাবজেক্ট সম্পর্কে জানুন।
৭। সাম্প্রতিক বিশ্বে বা দেশে ঘটে যাওয়া বিষয় সম্পর্কে জানতে চাওয়া হতে পারে। পত্রিকা বা নিউজের দিকে খেয়াল দিন। তবে কোন দলীয় বা আদর্শিক মতামত দেবার চেষ্টা করবেন না।
৮। সালাম দিয়ে ঢুকবেন ভাইভা বোর্ডে। হুট করে যেয়ে বসে যাবেন না, বসতে বললে বসবেন, চলে যেতে বললে সালাম দিয়ে বের হয়ে আসবেন। পা নাচাবেন না, আঙ্গুল ফুটাবেন না।
৯। স্পষ্ট এবং কিছুটা জোরে কথা বলবেন। আপনার কথা যেন রুমের কারো শুনতে সমস্যা না হয়।
আপাতত এটুকুই। আরো কিছু মাথায় আসলে বা কমেন্টে পেলে পোস্টে যোগ করা হবে। সবার জন্য শুভকামনা।
কার্টেসি : শামস ভাই
ISSB is coming! :v -___-
best wishes for everyone!
Ishrat Jahan Mouri