শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
রাঙ্গামাটিতে হাসপাতালে অক্সিজেন সংকটে শিশু মৃত্যুর অভিযোগ
পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সংকটে এক মাস বয়সী এক শিশুর মৃত্যুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, শিশুটি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের রিটন চাকমার মেয়ে। রিটন চাকমার অভিযোগ, হাসপাতালে কোনো অক্সিজেন সিলিন্ডার ছিল না। তবে চিকিৎসক-নার্সরা বিকল্প উপায়ে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করলেও শিশুটিকে বাঁচানো যায়নি।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক জানান, ‘শুনেছি, বাচ্চাটিকে হাসপাতালে আনার পর পালস পাওয়া যায় নি। বাচ্চাটি মৃত ছিল। তবুও দায়িত্বে নিয়োজিতরা বাঁচানোর চেষ্টা করেছিল। এমনকি মেডিকেল প্রসিডিওর অনুযায়ী বাচ্চাকে সিপিআর দেওয়া হয়েছিল।’
অক্সিজেন সংকটের বিষয়ে শিশুর পিতার অভিযোগ অস্বীকার করে কমপ্লেক্স কর্তৃপক্ষ জানান, ‘বিষয়টি আসলে সেরকম না। আমাদের অক্সিজেন নেওয়া রোগী হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন।’
এদিকে, শিশুর মৃত্যুর ঘটনায় আলোচনায় উঠে এসেছে আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল ও চিকিৎসক সংকটের বিষয়। বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদও শূন্য।
নথি বলছে, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে১৬ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র ৪ জন। একটি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে, এখন সেটিও নষ্ট। বিভিন্ন মেডিকেল সরঞ্জামেরও সংকট রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলার সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। যখন হাসপাতালে এনেছে, তখন কিন্তু চিকিৎসকরা শিশুটির হার্টকে সচল করার চেষ্টা করেছে। তবুও বাঁচানো যায়নি। অক্সিজেনের অভাবে শিশুটির মৃত্যু বিষয়টি সঠিক না। তবে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্ল্যাটফর্ম/এমইউএএস