মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৪
চিকিৎসকদের বিদেশ ভ্রমণে আরোপিত শর্ত বাতিল করা হয়েছে। আজ (২৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা কর্তৃক জারিকৃত নতুন এক অফিস আদেশের মাধ্যমে এ শর্ত বাতিল করা হয়েছে।
যুগ্মসচিব মোহাম্মদ আবদুল হাই স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্ত দপ্তর/সংস্থায় কর্মরত চিকিৎসকদের বৈদেশিক সেমিনার/সিম্পোজিয়াম/বৈদেশিক সেমিনার/সভা/ সিম্পোজিয়াম/প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের নীতিমালা সংক্রান্ত ২৪.১২.২০২৪ খ্রিঃ তারিখের জারিকৃত অফিস আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হল।
উল্লেখ্য, চিকিৎসকদের বিদেশ ভ্রমণে বিশেষ শর্ত আরোপ করা হয়েছিল। গতকাল (২৪ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা কর্তৃক জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে এ শর্ত আরোপ করা হয়েছিল।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী