সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ ইসমাইল হত্যার বানোয়াট মামলায় গ্রেপ্তার ডা. সাদী বিন শামসের জামিন নামঞ্জুর করেছে আদালত।
জানা গেছে, ৩০২ ধারায় মামলা রুজু হওয়ায় জামিন মঞ্জুর করেনি আদালত!
এর আগে শনিবার (১৮ জানুয়ারি) পুলিশের বাদি হয়ে করা এ হত্যা মামলায় তাদের কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে হাজির করেছিলেন। আদালত তাদের আবেদন মঞ্জুর করে ডা. সাদীসহ বাকিদের কারাগারে পাঠায়।
উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকাল সাড়ে তিনটার দিকে ইসমাইল আলীকে লক্ষ্য করে পুলিশ গুলি ছুঁড়ে। পুলিশের গুলিতে তাৎক্ষণিক শহিদ ইসমাইলের মৃত্যু হয় এবং ডেল্টা হেলথ কেয়ারের করিডোরে লুটিয়ে পড়ে। পরবর্তীতে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদী বিন শামস তার পালস চেক করতে গেলে তাকে লক্ষ্য করেও পুলিশ গুলি ছুঁড়ে।
কিন্তু পুলিশের করা হত্যা মামলায় ডা. সাদী চিকিৎসা না দেয়ায় ইসমাইলের মৃত্যু হয়েছিল বলে বানোয়াট তথ্য দেয়া হয়। পুলিশের নথিতে বলা হয়, ভিকটিম ইসমাইল (৪৬) ঘটনার দিন ১৯ জুলাই বিকেল আনুমানিক সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় রামপুরার ডেল্টা হেলথ কেয়ারের প্রবেশ পথের সিঁড়িতে পড়েছিলেন। হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে গেলেও তাকে কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয়নি। পরে তিনি বিনা চিকিৎসায় সেখানে মৃত্যুবরণ করেন। অভিযান চালিয়ে এই পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঘটনার সময় ডেল্টা হেলথ কেয়ারে উপস্থিত ছিলেন। কিন্তু তারা ইসমাইলকে কোনো প্রকার প্রাথমিক চিকিৎসা দেননি।
ডা. সাদীর মতো নিরপরাধ চিকিৎসককে হত্যা মামলায় গ্রেপ্তার করায় ক্ষোভে ফুঁসছে চিকিৎসকসহ বাকি সুশীল সমাজের ব্যক্তিবর্গ। ইতিমধ্যেই প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি, ড্যাব, এনডিএফসহ চিকিৎসকদের সংগঠন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে প্রতিবাদ লিপি দেয়ার পাশাপাশি ডা. সাদীসহ বাকি নিরপরাধদের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছে।
প্ল্যাটফর্ম/