প্ল্যাটফর্ম নিউজ,
বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
বায়োকেমিস্ট্রির প্রখ্যাত অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন আজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিউন)। তিনি মস্তিষ্কের রক্ষক্ষরণ (স্ট্রোক) জনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
বিক্রমপুরে জন্ম নেয়া এই গুণী মানুষটি রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন ধার্মিক ও ভালো মানুষ ছিলেন। তিনি এক পুত্র সন্তানের জনক ছিলেন, পিতৃতুল্য ছিলেন তার সকল ছাত্রছাত্রীদের কাছে। একজন শিক্ষক এবং মানুষ হিসেবে তিনি ছিলেন অতুুলনীয়।
সরকারি চাকুরী থেকে অবসর এর পর মুন্নু মেডিকেল কলেজ এ ছিলেন ২০১৯ এর ডিসেম্বর পর্যন্ত। সর্বশেষ তিনি ইউনাইটেড মেডিকেল কলেজ এ কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তার আত্মার মাগরিফাত কামনা করছে।