বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসক সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
“বাংলাদেশ বিনির্মাণে দরকার, চিকিৎসা খাতে সংস্কার” – শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী – অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, সভাপতিত্ব করেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রধান – জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।
এছাড়াও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ডা. শাহীনুল আলম, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক সৈয়দ আতিকুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালকসহ উপস্থিত ছিলেন বিএমইউর শিক্ষক, মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক সপ্তাহ উদযাপন কমিটির সদস্যরা।
উল্লেখ্য, বিশ্বের বহু দেশের মতো ২০১৯ সাল থেকে প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির উদ্যোগে প্রতি বছরের ১-৭ এপ্রিল ‘চিকিৎসক সপ্তাহ’ পালিত হলেও এবার দেশের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতরের জন্য ১৯এপ্রিল থেকে ২৫এপ্রিল পালিত হচ্ছে চিকিৎসক সপ্তাহ।
এবারের চিকিৎসক সপ্তাহ আয়োজনে প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সঙ্গী হয়েছে আরো ৯টি চিকিৎসক সংগঠন–বাংলাদেশ মেডিকেল ওয়েলফেয়ার ট্রাস্ট, হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন, মেডিসিন ক্লাব, বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস, ডাক্তারখানা, বিডি ফিজিশিয়ানস, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া, সাড়া এবং প্ল্যাটফর্ম।
প্ল্যাটফর্ম/এমইউএএস