মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
পার্বত্য জেলা বান্দরবানের প্রান্তিক জনসাধারণের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা সেবা পৌছে দেয়ার লক্ষে প্রথমবারের মতো বান্দরবান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের (বিএমএসএ) উদ্যোগে আয়োজন করা হয়েছে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন।
মানবিক এই কর্মসূচীতে সেবা প্রদান করেছেন ৪৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া আগত রোগীদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য কর্মসূচিতে অংশগ্রহণ করেছে জেলার ১৫ টি বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
রবিবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টা হতে জেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদ-গা মাঠে শুরু হয় সর্ববৃহৎ মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ প্রদান কর্মসূচি, যা চলে বিকেল ৩ টা পর্যন্ত।
জেলায় প্রথমবারের মতো এ আয়োজন সাড়া ফেলেছে বসবাসকারী সকল শ্রেনী পেশার মানুষের কাছে।এই ক্যাম্পেইন সেবা গ্রহণ করতে আশা অধিকাংশ সাধারণ রুগীদের একটাই দাবি,পার্বত্য জেলা বান্দরবানের চিকিৎসা সেবা আরো উন্নত ও অতি জরুরী সদর ও উপজেলা হাসপাতাল গুলোত বিশেষজ্ঞ ডাক্তারের ঘাটতি পুরন করে চিকিৎসা সেবা নিশ্চিত করা।
প্ল্যাটফর্ম/