হলুদ সাংবাদিকতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মীম এর উপর বগত ২৮.০৭.২০১৫ মঙ্গলবার দুপুরে যমুনা গ্রুপ এর মালিক নামধারী বহিরাগতরা হামলা, অসদাচরণ ও মানসিকভাবে লাঞ্ছিত করার মধ্য দিয়ে যে সন্ত্রাস সৃষ্টি করে তার প্রতিবাদে আজ ১ আগস্ট ২০১৫ শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার উদ্যোগে চিকিৎসকদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগের বিএমএ চত্বর, জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের চিকিৎসক অংশগ্রহণ করেন। তারা যুগান্তর পত্রিকার ডা. মীম সম্পর্কে হলুদ সাংবাদিকতার নমুনা এবং যমুনা গ্রুপের মালিকের তার সাথে অসদাচরণের বর্ণনা তুলে ধরেন।
এরপর তারা ‘দৈনিক যুগান্তর’ পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানান। তারা এই কর্মসূচীর সমর্থনে বিএমএ এর অন্যান্য বিভাগের সকল জেলা শাখাতে উল্লেখিত প্রতিবাদসহ চিকিৎসকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে নবীন প্রবীণ সকল চিকিৎসককে এই কর্মসূচী পালনের আহ্বান জানান।
পরিমার্জনা: বনফুল
Go ahead
ai protibader 7e amraa sobai ekattota ghosonaa korlammm……
Khomota ar opo bebohar ar koto k orben?
Ai question ta amdr manoniyo mp der kora uchit. K korbe.????
সালমার কুশপুত্তলিকা দাহ করতে পারলে আরো ভালো হত।